পশ্চিমবঙ্গ

west bengal

Biman Basu: 'একুশে জুলাইয়ের রিপোর্ট প্রকাশিত হল না, কারণ সবটাই ধোঁয়াশা', দুর্নীতি প্রসঙ্গে বিমান বসু

By

Published : Mar 23, 2023, 7:33 PM IST

শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে সঙ্গে পালটা বাম জমানায় অবৈধ চাকরির অভিযোগ উঠেছে ৷ মুখ্যমন্ত্রী চিরকুটে চাকরির খোঁজ করতে নির্দেশ দিয়েছেন ৷ তৃণমূল নেতা কুণাল ঘোষও এনিয়ে সরব ৷ আজ বর্ষীয়ান বাম নেতা বিমান বসুও জানালেন, দুর্নীতি হয়ে থাকলে, তদন্ত করুক সরকার (Biman Bose demands investigation over Job in LeftFront Government ) ৷

Biman Basu
বিমান বসু

শহিদ দিবসে বিমান বসু তৃণমূল কংগ্রস সরকারকে একহাত নিলেন

কলকাতা, 23 মার্চ: শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে একের পর এক নাম সামনে আসছে ৷ এনিয়ে শাসকদল তথা তৃণমূল কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন প্রবীণ বাম নেতা বিমান বসু ৷ বৃহস্পতিবার শহিদ দিবস উপলক্ষ্যে মিন্টোপার্কে ভগৎ সিংয়ের মূর্তিতে মাল্যদান করেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ অন্য বাম নেতারা ৷ সেখানে অখণ্ড ভারতের প্রসঙ্গ উত্থাপন করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose on Martyrs' Day in Kolkata) ৷ তিনি বলেন, "দেশ স্বাধীন হওয়ার পর অখণ্ডতা রইল না ৷ এখন এই খণ্ডিত ভারতে ভগৎ সিংয়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন জাতি-ধর্ম-ভাষার মানুষের ঐক্যের ভিত মজবুত করতে শপথ গ্রহণের দিন ৷"

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একের পর এক অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতা, সদস্য বলে জানা গিয়েছে ৷ স্বভাবতই এতে বিরোধী বাম ও বিজেপির তোপের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস ৷ তারাও পালটা বাম জমানায় অবৈধ উপায়ে চাকরি দেওয়ার অভিযোগ তুলেছে ৷ সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাম আমলে 'চিরকুটে কত চাকরি' হয়েছে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন ৷ প্রায় প্রত্যেক দিন সামাজিক মাধ্যম থেকে সংবাদমাধ্যমে সিপিআইএমকে কড়া ভাষায় সমালোচনা করছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷

আরও পড়ুন: উচ্চ প্রাথমিকে নয়া নিয়োগ চাই, অনুমতি চেয়ে আদালতে এসএসসি

আজ মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে কটাক্ষ করেন বিমান বসু ৷ তিনি বলেন, "বাম আমলে যা যা ত্রুটি হয়েছে, তা উদঘাটন করার ক্ষেত্রে বর্তমান সরকার গুরত্বপূর্ণ ভূমিকা পালন করুক ৷ আমিও এই প্রত্যাশা করি ৷" তাঁর পালটা প্রশ্ন, "শুধু শুধু ধোঁয়াশা তৈরি করে লাভ কী ? আজকাল রাজনীতিকদের মধ্যে ধোঁয়াশা তৈরির প্রবণতা ব্যাপকতা লাভ করেছে ৷ এর অবসান হাওয়া উচিত ৷" বামফ্রন্টের বিরুদ্ধে তদন্তের প্রসঙ্গে তিনি আরও বলেন, "12 বছর হয়ে গেল, কোনও তদন্ত করল না ?"

তৃণমূল ক্ষমতায় এসে 21 জুলাই পুলিশের গুলিতে ধর্মতলায় কংগ্রেস সমর্থকদের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিশন গঠন করে ৷ সেই কমিশনের প্রশ্নের মুখে পড়তে হয় বিমান বসুকে ৷ এ প্রসঙ্গে বিমান বসু বলেন, "একটা তদন্তে আমায় ডাকা হয়েছিল ৷ সেটা 21 জুলাই ৷ সেখানে আমাকে ডাকা হয়েছিল ৷ কমিশন আমাকে প্রশ্ন করা হয়েছিল। আমি উত্তরও দিয়েছিলাম। কিন্তু তার রিপোর্ট প্রকাশ করা হল না ৷ কেন প্রকাশিত হল না ?" বিমান বসুর অভিযোগ, "কারণ সবটাই ধোঁয়াশা ৷ আর ধোঁয়াশা হলে রিপোর্ট প্রকাশ হয় না ৷"

পৌর সংস্থার দুর্নীতি নিয়ে এদিন সরব হন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ তিনি অভিযোগ করেন, "2011 সালের প্রথম দিন থেকে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে ৷" তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রের বক্তব্যকে নিশানা করে মীনাক্ষী বলেন, "যে দলের নেতা-মন্ত্রীরা প্রকাশ্যে দলবাজির কথা বলেন, সেই দলের মধ্যে দুর্নীতি থাকবে ৷ এটাই স্বাভাবিক ৷" কুণাল ঘোষের মন্তব্যের পালটা জবাবে মীনাক্ষী তদন্ত হওয়া উচিত বলে জানান ৷

আরও পড়ুন: শহীদ মিনারে অভিষেকের ছাত্র-যুব সমাবেশের অনুমতি দেয়নি সেনা, এবার কি আদালতে যাবে তৃণমূল ?

ABOUT THE AUTHOR

...view details