পশ্চিমবঙ্গ

west bengal

Abhishek Banerjee Slams Governor: উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে রাজ্যপালকে বিঁধলেন অভিষেক

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 9:55 PM IST

উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে জমিদারি প্রথার অবসান ঘটানোর প্রথম নিদর্শন বললেন অভিষেক । একই সঙ্গে, রাজ্যপালকে কড়া ভাষায় বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । তাঁর দাবি, আদালত রাজ্যপালের হাত থেকে অস্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষমতা কেড়ে নেওয়া জমিদারি ব্যবস্থার শেষের শুরু ।

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 6 অক্টোবর: দেশের শীর্ষ আদালত উপাচার্য নিয়োগ মামলায় শুক্রবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। ইতিমধ্যেই তা নিয়ে জবাব দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার সন্ধ্যেই ধরনা মঞ্চ থেকে আরও একবার রাজ্যপালকে এই ইস্যুতে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি বললেন, "আদালত আজ আপনার হাত থেকে অস্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষমতা কেড়ে নিয়েছে। আমরা বলছি জমিদারি প্রথার অবসান ঘটাব। সেই পথে এটাই প্রথম ধাপ।" এদিন এই প্রসঙ্গে বলতে গিয়ে অভিষেক বলেন, "সারাদিন আপনি যেখানে রয়েছেন সেখানেই হয়তো বসে আছেন। ভাবছিলেন আজকে কোর্টের রায় কী হয় ! অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে কী হয় ভাবছিলেন সেখানেও মুখ থুবড়ে পড়েছেন। আমরা এখানে 27-28 ঘন্টা বসেছি তার মধ্যে খবর এল, আপনার ক্ষমতা যে কুক্ষিগত করে রাখার যে একটা পরিকল্পনা-নির্বাচিত সরকারকে উপেক্ষা করে আপনার যে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগের একটা শখ, সেটা সুপ্রিম কোর্ট কেড়ে নিল।"

অভিষেক আরও বলেন, "এত মানুষের চোখের জল আপনি পার পাবেন না। আপনি যার থেকে নির্দেশ নিতে যাচ্ছেন তারাও পার পাবেন না। আমরা বলেছিলাম না জমিদারি প্রথার অবসান আমরা ঘটাবো। আজ সুপ্রিম কোর্টের রায় সেই পথে প্রথম ধাপ এগিয়ে গেল। আজ সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় বলে দিল মানুষ যে সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছে সেই সরকারই উপাচার্য নিয়োগ করবে, উপাচার্য নিয়োগের ক্ষমতা আপনার নেই। মানুষ আমাদের গণতান্ত্রিক ভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছে।"

আরও পড়ুন: তৃণমূলের সঙ্গে দার্জিলিংয়ে দেখা করবেন রাজ্যপাল, অভিষেক বললেন ধরনা চলবেই

এদিন অভিষেক আরও একবার 2021-এর পরাজয়ের কথা মনে করিয়ে দেন। একুশের বিধানসভা নির্বাচনের কথা স্মরণ করাতে অভিষেক বলেন, "একুশের বিধানসভা নির্বাচনের সময় আপনাদের নেতা-মন্ত্রীরা এসেছিলেন। হাজার হাজার কোটি টাকা খরচ করে, কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে নির্বাচন কমিশনকে ব্যবহার করে কোভিডের সেকেন্ড ওয়েভের সময় আট দফায় নির্বাচন করিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। বাংলার মানুষের আশীর্বাদকে পাথেয় করে আপনাদের অশ্বমেধের ঘোড়া, মমতা বন্দোপাধ্যায় একা হাতে আটকে দিয়েছিল। বাংলা পথ দেখিয়েছিল সমগ্র দেশকে। তখন পারেননি এবারও পারবেন না। বাংলার মানুষ আমাদের সঙ্গেই আছে।"

ABOUT THE AUTHOR

...view details