পশ্চিমবঙ্গ

west bengal

Black Mail: 50 হাজার টাকা না দিলে মেয়ের গোপন ছবি ফাঁস করে দেব, বান্ধবীর বাবাকে হুমকি দিয়ে শ্রীঘরে যুবক

By

Published : Nov 28, 2022, 5:15 PM IST

Etv Bharat
বান্ধবীর বাবাকে হুমকি দিয়ে শ্রীঘরে যুবক ()

50 হাজার টাকা চেয়ে স্কুলের বান্ধবীর পরিবারকে হুমকি চিঠি(Black Mail)৷ টাকা না দিলে গোপন ছবি ফাঁস করে দেওয়ার কথাও বলা হয় ৷ আর দু'পাতার এহেন চিঠি লিখে গ্রেফতার যুবক ৷

জলপাইগুড়ি, 28 নভেম্বর: 'আপনার মেয়ের তো বিয়ের ঠিক হয়ে গিয়েছে ৷ ওর বেশ কিছু গোপন ছবি আমার কাছে আছে । 50 হাজার টাকা দিতে হবে । না দিলে গোপন ছবি ফাঁস করে দেব ।' এই হুমকি দিয়ে দু'পাতা চিঠি লিখে বান্ধবীর পরিবারকে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে(Youth Arrested for Alleged Black Mailing Girlfriend Family for 50000 Rupees)৷ যুবতির পরিবার থানার দ্বারস্থ হতেই শ্রীঘরে যুবক ৷ শনিবার জলপাইগুড়ি শহর এলাকার ঘটনা । ধৃতের নাম বাপি তন্ত্র, জলপাইগুড়ি শহরের টুপামারির বাসিন্দা ।

শনিবার সকালে জলপাইগুড়ি(Jalpaiguri News)শহরের এক যুবতি তাঁর বাড়ির বারান্দায় হুমকি চিঠি পান । ওই যুবতির বিয়ে ঠিক হয় দিন কয়েক আগে । এরই মধ্যে হুমকি চিঠি দিয়ে পঞ্চাশ হাজার টাকা না দিলে গোপন ছবি ফাঁস করে দেওয়ার পাশাপাশি বিয়ে ভেঙে দেওয়া হবে বলে জানানো হয় ৷ এমনকি শহরেরই বাবুপাড়ার বিধায়কের ফ্ল্যাটের নিচে এক মোবাইল দোকানে দুপুর দু'টোর মধ্যে টাকা প্যাকেটে করে দিয়ে আসতে বলা হয় ।

আরও পড়ুন :গৃহবধূর আপত্তিকর ছবি নিয়ে ব্ল্যাকমেল, প্রতিবাদ করায় মারধর প্রতিবেশী যুবকের

এরপরই ওই যুবতির পরিবার কোতয়ালি থানার দ্বারস্থ হলে যুবককে ধরতে ফাঁদ পাতে পুলিশ । টাকা ভর্তির মতো দেখতে একটি প্যাকেট পরিবারের সদস্যকে দিয়ে ওই সময় মোবাইলের দোকানে পৌঁছে দিতে বলা হয় । এরপর প্যাকেট নিতে এসেই পুলিশের জালে ধরা পড়ে যুবতির স্কুলের বন্ধু ৷ পুলিশের জেরায় ধৃত বাপি জানায় নিজের হাতে হুমকি চিঠি লিখে টাকার দাবি করে সে । যুবতির কোনও গোপন ছবি তার কাছে নেই । অপরিচিত দোকানে টাকা রাখতে বলেছিল সে ।

এই বিষয়ে কোতয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার জানান, গোপন ছবি ফাঁস করার হুমকি চিঠি দিয়ে 50 হাজার টাকা চাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে । ধৃতকে জেরা করে বিষয়টি জানার চেষ্টা চলছে । এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন :মালদায় তন্ত্রসাধনার বলি আট বছরের নাবালিকা ! গণপ্রহারে গুরুতর জখম অভিযুক্ত তান্ত্রিক

ABOUT THE AUTHOR

...view details