ETV Bharat / state

ভোটের ডিউটিতে এসে মালদায় মৃত্যু দার্জিলিংয়ের পুলিশকর্মীর - Policeman Died in Malda

author img

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 10:24 AM IST

Policeman Died in Malda: রবিবারই দার্জিলিং থেকে মালদায় এসেছিলেন বছর তেতাল্লিশের পুলিশকর্মী নবীন মোক্তান ৷ ভোটের ডিউটি করতে এসে তাঁকে গতকাল রাতে পাঠানো হয় বৈষ্ণবনগর থানায় ৷ মাঝরাতে তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ এরপরই হাসপাতালে নিয়ে গেলে নবীনের মৃত্যু হয় ৷ মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ ৷

Policeman Died in Malda
বৈষ্ণবনগর থানা (নিজস্ব চিত্র)

মালদা, 6 মে: ভোটের ডিউটি করতে এসে প্রাণ হারালেন এক পুলিশকর্মী ৷ মৃত পুলিশকর্মীর নাম নবীন মোক্তান ৷ বয়স 43 বছর ৷ বাড়ি দার্জিলিং জেলায় ৷ রবিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ কিন্তু মাঝরাস্তাতেই মৃত্যু হয় ওই পুলিশকর্মীর ৷

মৃত নবীন মোক্তান দার্জিলিংয়ের 22 নম্বর লামা রোডের বাসিন্দা ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবারই তিনি মালদায় ভোটের ডিউটি করতে আসেন ৷ তাঁকে পাঠানো হয় বৈষ্ণবনগর থানায় ৷ রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে ৷ শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে সঙ্গে সঙ্গে তাঁকে মালদা মেডিক্যালে রেফার করে দেন সেখানকার চিকিৎসকরা ৷ কিন্তু মালদা মেডিক্যালে নিয়ে আসা হলে তাঁকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসকরা ৷

নবীনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেডিক্যালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে ৷ খবর দেওয়া হয়েছে তাঁর পরিবারকে ৷ এ নিয়ে জেলা পুলিশের কোনও কর্তা এখনও কিছু না-বললেও পুলিশের এক মহলের ধারণা, প্রবল গরমে অসুস্থ হয়েই সম্ভবত নবীনের মৃত্যু হয়েছে ৷ যদিও এখনও পর্যন্ত মেডিক্যাল কর্তৃপক্ষ মৃত্যুর কারণ সঠিকভাবে কিছু জানায়নি ৷ মালদা মেডিক্যালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, প্রাথমিকভাবে যা জানা গিয়েছে, ওই পুলিশকর্মী বেশ কিছু সমস্যায় ভুগছিলেন ৷ হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না ৷

তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে ৷পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ ৷ ভোটের ডিউটিতে এসে ভিনজেলার কোনও পুলিশকর্মীর মৃত্যুর ঘটনা মালদা জেলায় এর আগে কখনও হয়নি বলেই জানিয়েছেন জেলা প্রশাসনের কর্তারা ৷

আরও পড়ুন:

  1. তেজস্বী যাদবের কনভয়ের এসকর্ট গাড়ি দুর্ঘটনার কবলে, মৃত 1 পুলিশকর্মী
  2. মেলার ভিড়ে ঢুকে পড়ল দুধের গাড়ি! পিষ্ট হয়ে মৃত এক পুলিশকর্মী-সহ 3, আহত শতাধিক
  3. ভোটের ডিউটি করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত পুলিশকর্মী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.