পশ্চিমবঙ্গ

west bengal

জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার তৃণমূলের সভাপতি বদল

By

Published : Aug 6, 2019, 11:25 PM IST

Updated : Aug 7, 2019, 11:05 AM IST

জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার তৃণমূলের সভাপতি বদল হল । ডানা ছাঁটা হল সৌরভ চক্রবর্তীর ।

তৃণমূলের দুই সভাপতি

জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, 6 অগাস্ট : জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার তৃণমূলের সভাপতি বদল হল । জলপাইগুড়ি জেলা তৃণমুলের সভাপতি হলেন কৃষ্ণ কুমার কল্যাণী ও আলিপুরদুয়ারের জেলা সভাপতি করা হয়েছে মৃদুল গোস্বামীকে ।

আজ জলপাইগুড়ির ক্লাব রোডের পূর্ত দপ্তরের পরিদর্শন বাংলোয় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন জেলা পর্যবেক্ষক তথা পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস । জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার লোকসভা ভোটে পরাজয়ের পর আলিপুরদুয়ারের বিধায়ক তথা জলপাইগুড়ি জেলার তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তীকে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় । প্রাক্তন সংসদ বিজয় চন্দ্র বর্মণকে চেয়ারম্যান করা হয় । এবার সভাপতি পদটিও খোয়ালেন সৌরভ । কৃষ্ণ কুমার কল্যাণী তৃণমূল কংগ্রেসের পুরোনো কর্মী । পাশাপাশি তিনি আগেও জেলা সভাপতি ছিলেন । সৌরভ চক্রবর্তী আসার পর তিনি কোণঠাসা হয়ে যান ।

আজ অরূপ বিশ্বাস জানান, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার সভাপতি বদল হয়েছে । সৌরভ চক্রবর্তীকে দার্জিলিং জেলার কোর কমিটিতে রাখা হয়েছে । মোহন শর্মাকে বাগানের সংগঠন দেখতে বলা হয়েছে ।

Intro:জলপাইগুড়ি: জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার তৃণমূলের সভাপতি বদল হল।জলপাইগুড়ি জেলা তৃনমুলের সভাপতি হলেন কৃষ্ণ কুমার কল্যাণী এবং আলিপুরদুয়ারের জেলা সভাপতি হলেন মৃদুল গোস্বামী।লোকসভা নির্বাচনের ভরাডুবির পর দুই জেলার নেতৃত্ব বদল করল তৃণমূল কংগ্রেস।


Body:এদিন জলপাইগুড়িযে ক্লাব রোডের পূর্ত দপ্তরের পরিদর্শন বাংলোতে দলীয় কর্মীদের সাথে বৈঠক করেন জেলা পর্যবেক্ষক তথা পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাস।জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার লোকসভা ভোটে পরাজয়ের পর আলিপুরদুয়ারের বিধায়ক তথা জলপাইগুড়ি জেলার তৃণমূলের সভাপতি সৌরভ চক্রবর্তীকে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়।প্রাক্তন সংসদ বিজয় চন্দ্র বর্র্মনকে চেয়ারম্যান করা হয়।এবার সভাপতি র পদটিও গেল সৌরভের ।কৃষ্ণ কুমার কল্যাণী পূরনো তৃণমূলের কর্মী।পাশাপাশি তিনি আগেও জেলা সভাপতি ছিলেন।সৌরভ চক্রবর্তী আসার পরে তিনি কোনঠাস হয়ে ছিলেন।


Conclusion:এদিন অরূপ বিস্বাস বযেন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার সভাপতি বদল করে হয়েছে।সৌরভ দার্জিলিং কো র কমিটিতে রাখা হয়েছে ।মোহন শৰ্মা কে কে বাগানের সংগঠন দেখতে বলা হয়েছে।আগামী সাত দিনের মধ্যে কমিটি গঠন করা হবে
Last Updated : Aug 7, 2019, 11:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details