পশ্চিমবঙ্গ

west bengal

Leopard Attack in MalBazar : চিতাবাঘের আক্রমণে জখম দুই মহিলা চা শ্রমিক

By

Published : Apr 25, 2022, 7:11 PM IST

চা বাগানে কাজ করছিলেন দুই মহিলা শ্রমিক ৷ সেই সময় তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ। ঘটনাটি মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের তিতাস প্রজেক্টের চা বাগানের (2 women worker injured on leopard attack in Mal Bazar tea garden)।

Leopard Attack in Mal Bazar
চিতাবাঘের আক্রমণে জখম দুই মহিলা চা শ্রমিক

মালবাজার, 25 এপ্রিল : রবিবার সন্ধ্যায় চিতাবাঘ হানা দিল জলপাইগুড়ির মালবাজারের চা বাগানে ৷ চিতাবাঘের আক্রমণে জখম হন দুই মহিলা চা শ্রমিক (2 women worker injured on leopard attack in Mal Bazar tea garden) ৷ তাঁদের নাম প্রতিমা রায় ও মেরি হাঁসদা ৷ তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

বাগান কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি শাবক-সহ একটি মা চিতাবাঘ বাগানের ভিতরে আশ্রয় নিয়েছিল। শ্রমিকরা বাগানে চা পাতা তোলার সময় আক্রান্ত হন। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাঁরা এখন সুস্থ রয়েছেন। কিন্তু শ্রমিকদের মধ্যে আতঙ্ক রয়েছে। কাঠামবাড়ি বন দফতরের কর্মীরা খবর পেয়ে সেখানে আসেন। এলাকার বাসিন্দারা চিতাবাঘের শাবকগুলিকে অন্যত্র সরিয়ে ফেলার দাবি তোলেন। তাঁদের বক্তব্য, শাবক-সহ মা চিতাবাঘটি সেখানে থাকলে শ্রমিকরা আবার আক্রমণের মুখে পড়তে পারেন।

আরও পড়ুন :ডুয়ার্সের চা বাগানে জোড়া বাইসন, জঙ্গলে ফেরাতে মাঠে নামল বন দফতর

বাগানের শ্রমিকরা বাগান সংলগ্ন এলাকায় চিতাবাঘ ধরার খাঁচা পাতারও দাবি তুলেছেন। বন দফতর সূত্রে জানা গিয়েছে, চিতাবাঘের শাবকগুলোকে বাগান থেকে সরালে মা চিতাবাঘ আরও হিংস্র হয়ে উঠতে পারে। তাই শাবকগুলোকে বাগানেই রাখা হয়েছে। যাতে মা চিতাবাঘ শাবকগুলোকে অন্যত্র নিয়ে যায়। বনকর্মীরা ওই এলাকায় বিশেষ নজরদারি চালাচ্ছেন।

ABOUT THE AUTHOR

...view details