পশ্চিমবঙ্গ

west bengal

Student Leader Anish Khan Death : অবশেষে উদ্ধার আনিশের হারানো মোবাইল, বাড়ির সামনে বসল সিসিটিভি

By

Published : Feb 21, 2022, 7:40 PM IST

Student Leader Anish Khan Death: his missing mobile recovered
অবশেষে উদ্ধার আনিশের হারানো মোবাইল, বাড়ির সামনে বসল সিসিটিভি

অবশেষে উদ্ধার হল আনিশের (Student Leader Anish Khan Death) হারিয়ে যাওয়া মোবাইল (Anish Khan's missing mobile recovered)। আজ থেকে সিসিটিভি ক্যামেরা বসলো রাস্তার মোড়ে।

হাওড়া, 21 ফেব্রুয়ারি : আজ বিকেলে আচমকাই উদ্ধার হল মৃত ছাত্র আনিশের (Student Leader Anish Khan Death) হারিয়ে যাওয়া মোবাইল । আজ তাঁর বাড়ির চৌহদ্দির মধ্যেই সেই মোবাইল উদ্ধার হয়েছে বলে জানা যায় । ওই মোবাইল থানাতে জমা দিতে বলেছে পুলিশ । যদিও পরিবারের তরফে জানানো হয়েছে, আনিশের মোবাইল তাঁরা পুলিশকে দেবে না । কারণ পুলিশের উপরে বিন্দুমাত্র ভরসা তাদের নেই । ওই মোবাইল পুলিশের হাতে গেলে তারা অন্য কোনও সিমকার্ড মোবাইলে ঢুকিয়ে তাদের ছেলেকে ডাকাত সাজিয়ে দিতে পারে বলে অভিযোগ করেছে আনিশের পরিবার । নিজেদের বাঁচাতে পুলিশ সব করতে পারে বলে দাবি তাদের ।

আনিশের (Anish Khan's missing mobile recovered) পরিবার স্পষ্ট জানিয়েছে, আদালত চাইলে বা সিবিআই চাইলে তারা মোবাইল জমা দেবে, তবে পুলিশকে কিছুতেই সেই মোবাইল দেওয়া হবে না । পুলিশি তদন্ত নিয়েও বিরক্ত আনিশের পরিবার । পুলিশ এখনও কোনও তদন্তই করেনি বলে তাদের অভিযোগ । তাই তারা জানিয়েছে, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে ৷ কোর্টের নির্দেশে তারা আদালত বা সিবিআই-এর হাতে মোবাইল জমা করবেন । তাই আমতা থানার আধিকারিকদের এ দিন খালি হাতেই ফিরতে হয় ।

আরও পড়ুন:Student Leader Anish Khan Death: আনিশ মৃত্যু তদন্তে সিট গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এ দিকে, আজ বিকেলে ভাঙড়ের বিধায়ক আইএসএফের নৌশাদ আলি সিদ্দিকী যান আনিশের (Anish Khan latest news) বাড়িতে । আনিশের পরিবারের (Howrah news) স্পষ্ট বক্তব্য, পুলিশ তাদের ছেলের মৃত্যুর সঠিক তদন্ত করছে না, তাই তাদের পরিবারের থেকেও কোনও সহযোগিতা পুলিশকে করা হবে না । আনিশের বাড়ি থেকে বেরনোর সময় পুলিশকে ফের এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়তে হয় । আচমকাই আজ আনিশের বাড়ির সামনের রাস্তার মোড়ে চারিদিকে নজর রাখার জন্য সিসিটিভি ক্যামেরা বসিয়েছে পুলিশ । যদিও পুলিশের এই পদক্ষেপে বিরক্ত আনিশের পরিবার ৷ তাদের অভিযোগ, তাদের সঙ্গে কারা দেখা করতে আসছেন সেটা জানার জন্যই এই সিসিটিভি ক্যামেরা বসিয়েছে পুলিশ ।

আরও পড়ুন:Student Leader Anish Khan Death : আনিশ কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা কলকাতা হাইকোর্টের

শুক্রবার গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে হাওড়ার আমতার যুবক আনিশ খানকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে খুন করা হয় ৷ এমনই অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে বিভিন্ন মহলে ৷ ঘটনার দু'দিন পরও অধরা দোষীরা । যা নিয়ে কলেজ স্ট্রিট থেকে দিল্লির বঙ্গভবনে বিক্ষোভ দেখায় এসএফআই ।

ABOUT THE AUTHOR

...view details