পশ্চিমবঙ্গ

west bengal

Gold bar seized : লক্ষাধিক টাকার সোনার বার উদ্ধার হাওড়া স্টেশন থেকে, ধৃত 1

By

Published : Feb 15, 2022, 4:17 PM IST

ধৃতকে জেরা করে এই পাচার কারবারে আর কারা জড়িত আছে তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা (investigation is going on) ৷

Gold bar seized
লক্ষাধিক টাকার সোনার বার উদ্ধার হাওড়া স্টেশন থেকে

হাওড়া, 15 ফেব্রুয়ারি: হাওড়া স্টেশন চত্বর থেকে উদ্ধার লক্ষাধিক টাকার সোনার বিস্কুট । ধৃত এক পাচারকারী ৷ গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার ভোরবেলা হাওড়া স্টেশন চত্বরে হানা দেন কলকাতার কাস্টমস বিভাগের আধিকারিকরা ৷ উদ্ধার হয় প্রায় 60 লক্ষ টাকা মূল্যের সোনার বার (gold bar worth arround sixty lakh seized) ৷

কাস্টমস সূত্রে খবর, একটি নির্দিষ্ট রেজিস্ট্রেশন সম্বলিত স্কুটিতে করে কয়েক লক্ষা টাকার সোনার বিস্কুট পাচারের জন্য হাওড়া স্টেশনে নিয়ে আসা হবে সে খবর আগেই আধিকারিকদের কাছে ছিল ৷ সেই মতো ওই পাচারকারীদের ধরতে অপেক্ষা করছিলেন কাস্টমসের আধিকারিকরা ৷ তাঁদের নজরে আসে ডব্লিউবি 08 জে 5098 রেজিস্ট্রেশনের একটি স্কুটি । তল্লাশি চালিয়ে ওই স্কুটি থেকে 10টি বিদেশি সোনার বার উদ্ধার করেন তাঁরা ।

আরও পড়ুন : পোস্তা থেকে উধাও নাবালিকাকে ধরল খড়গপুরের রেলপুলিশ

প্রতিটি সোনার বার 1 হাজার 116 গ্রাম ওজনের বলে কাষ্টমস সূত্রে খবর । ঘটনায় ওই স্কুটি চালককে গ্রেফতার করে তদন্তকারী দল । ধৃতকে জেরা করে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন, কোথা থেকে সে এই সোনার বার নিয়ে আসছিল ও কোথায় পাচার করার পরিকল্পনা ছিল ৷ এই পাচার চক্রের সঙ্গে আন্তর্জাতিক বা অন্তঃরাজ্য পাচার চক্রের কেউ জড়িত আছে কি না, তাও জানার চেষ্টা হচ্ছে । ধৃত ব্যক্তির সঙ্গে আর কারা এই চক্রে জড়িত রয়েছে তা জানারও চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা ৷

ABOUT THE AUTHOR

...view details