পশ্চিমবঙ্গ

west bengal

Piyali Basak: অন্নপূর্ণা শৃঙ্গ জয়ের অভিজ্ঞতা কেমন? ইটিভি ভারতকে জানালেন পিয়ালী

By

Published : Apr 24, 2023, 9:30 PM IST

Piyali Basak
অন্নপূর্ণা শৃঙ্গ জয়ের অভিজ্ঞতা জানালেন পিয়ালী

পৃথিবীর দশম উচ্চতম পর্বতশৃঙ্গ অন্নপূর্ণা জয়ের পর বাড়ি ফিরলেন বঙ্গতনয়া পিয়ালী বসাক ৷ অভিজ্ঞতা কেমন ছিল, তা ইটিভি ভারতকে জানালেন বাঙালি এই পর্বতারোহী ৷

অন্নপূর্ণা শৃঙ্গ জয়ের অভিজ্ঞতা জানালেন ইটিভি ভারতকে

চন্দননগর, 24 মার্চ: বিনা অক্সিজেনেই অন্নপূর্ণা শৃঙ্গ জয়ের আশায় বেরিয়ে ছিলেন চন্দননগরের পিয়ালী বসাক। কিন্তু অভিজ্ঞতা হল তিক্ত ৷ বঙ্গতনয়া সেই কথাই জানালেন ইটিভি ভারতকে। সমতলে যেমন পিয়ালী আর্থিক প্রতিকূলতাকে সঙ্গী করে লড়াই চালিয়ে যান। তেমনই পর্বত অভিযানেও বৈষম্যের অভিজ্ঞতা জানালেন বঙ্গতনয়া ৷ তবে এবছর অন্নপূর্ণা সামিট অক্সিজেন ছাড়া না-হলেও, আগামিদিনে তাঁর এই প্রচেষ্টা জারি থাকবে; জানালেন পিয়ালী ৷ 27 এপ্রিল মাকালু শৃঙ্গ জয়ের জন্য রওনা দেবেন তিনি। সেই প্রস্তুতি তিনি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন।

অন্নপূর্ণা শৃঙ্গ জয় করে বাড়ি ফিরে এবার প্রস্তুতি নিচ্ছেন মাকালু জয় করার। গত 9 মার্চ অন্নপূর্ণা ও মাকালু পর্বত শৃঙ্গ জয় করার লক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েন চন্দননগরের পর্বতারোহী পিয়ালী। 17 এপ্রিল সোমবার সকাল 8টা 50 মিনিটে পৃথিবীর দশম উচ্চতম (8091 মিটার) অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ জয় করেন পিয়ালী । বাবার অসুস্থতার জন্য শনিবার বাড়ি ফিরতে হয় তাঁকে। প্রিয়াঙ্কা গান্ধি, ডিভিসি ও স্টেট ব্যাঙ্ক-সহ একাধিক সংস্থা তাঁকে সাহায্যের হাত বাড়ালেও রাজ্য ও কেন্দ্র তাঁকে সেভাবে সাহায্য করেনি। তা সত্ত্বেও পর্বত আরোহণের নেশায় ছুটে গিয়েছেন তিনি ৷

পিয়ালী বসাক ইটিভি ভারতকে জানালেন,অন্নপূর্ণা এতটাই দুর্গম যে, জল বা খাবার খাওয়া হয়নি। প্রচণ্ড ঠান্ডার মধ্যে বসে থাকতে হয়েছিল সারারাত। প্রথম দিন বিনা অক্সিজেনে যাওয়ার ফলে শরীর খারাপ হয়ে যায় ৷ জ্বর, নাক ও গলায় ব্যথা হয়। পরদিন 15 এপ্রিল ফের সামিট করার জন্য বেরোতে হয়। 8টা 15 মিনিট নাগাদ অন্নপূর্ণা চূড়ায় পৌঁছই। পৌঁছে এমার্জেন্সি ব্যাকআপ হিসেবে অক্সিজেন নিতে হয়। অন্নপূর্ণা শৃঙ্গ জয় অনেকটা কঠিন হয়ে পড়েছিল কারণ নীল বরফে ঢাকা ছিল সেটি। পা ফেলাও কঠিন ছিল। কিন্ত শত কষ্টেও এগিয়ে গিয়েছিলেন তাঁরা ৷

আরও পড়ুন:মৃত্যুর খবর ভুয়ো, পর্বতারোহী বলজিৎকে উদ্ধার করল অনুসন্ধানকারী দল

পিয়ালীর কথায়, শরীর এতটাই খারাপ হয়ে যায় যে অক্সিজেন ছাড়া সামিট করার সাহসটা নিতে পারেননি তিনি। যেখানে জীবনের ঝুঁকি রয়েছে নিরন্তর, সেখানে বিনা অক্সিজেনে শৃঙ্গ জয় ঝুঁকিপূর্ণ। যদিও হিমাচলের পর্বতারোহী বলজিৎ কর অক্সিজেন ছাড়া সামিট সম্পূর্ণ করেছেন ৷ তাঁকে সাধুবাদ জানিয়েছেন পিয়ালী ৷ পিয়ালী বলছেন, "27 এপ্রিল মাকালু অভিযানে যাচ্ছি। সেখানে প্রায় 16 লক্ষ টাকা খরচা। তার জন্য চিন্তিত ৷ এখনও পুরো টাকা জোগাড় হয়নি। রাজ্য ও কেন্দ্রীয় সরকার এগিয়ে এলে দেশের নাম আরও উজ্জ্বল করব। দেশের মানুষ ও রাজ্যের মানুষ আমার পাশে থেকেছেন আগামিদিনেও তাঁরা আমার সঙ্গে থাকবেন ৷"

ABOUT THE AUTHOR

...view details