পশ্চিমবঙ্গ

west bengal

Hindustan Motors : তৈরি হবে বৈদ্যুতিক গাড়ি-বাইক, হিন্দমোটর কারখানার পুর্নজন্মের অপেক্ষায় শ্রমিকরা

By

Published : May 26, 2022, 10:14 PM IST

নতুন করে গাড়ি কারখানা খোলার স্বপ্ন দেখছে হিন্দমোটর (Hindustan Motors) ৷ খুশি শ্রমিক থেকে নেতা ৷

Hind Motor factory
হিন্দমোটর কারখানা নতুন করে খোলার খবরে খুশি

হিন্দমোটর, 26 মে :বৈদ্যুতিক গাড়ি কারখানার স্বপ্ন দেখছে হিন্দমোটর (Hindustan Motors) । যে হিন্দমোটর কারখানা হাজার হাজার শ্রমিক কাজ তা বর্তমানে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে । শোনা যাচ্ছে, ইউরোপের এক গাড়ি সংস্থার সঙ্গে হিন্দুস্থান মোটরসের মৌ স্বাক্ষরিত হয়েছে । এই খবর হিন্দমোটর শ্রমিক মহল্লায় ছড়িয়ে পড়তেই নতুন করে আশার আলো দেখছেন শ্রমিকরা । তবে দ্বিধা দ্বন্দ্ব রয়েছে এই চুক্তি নিয়ে । কারণ কোন কোম্পানী কী ধরনের গাড়ি তৈরি করবে তা এখনও স্পষ্ট নয় । পুরনো শ্রমিকদের কতটা কাজে লাগবে তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে । তবুও শ্রমিকরা এই খবর শুনে সন্তুষ্ট ।

2014 সালে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলেছিল হিন্দুস্তান মোটরস কারখানায় । গত আট বছরে কারখানার শ্রমিকদের অবস্থা খারাপ হয়েছে । বেতন বন্ধ হওয়ায় অনেকেই বিকল্প কাজ খুঁজে নিতে বাধ্য হয়েছেন । এখনও সাড়ে তিনশো শ্রমিক রয়েছেন হিন্দমোটরে । বেশ কিছু শ্রমিক পরিবার শ্রমিক আবাসে থাকেন । পানীয় জল বিদ্যুতের সমস্যার মধ্যেও তাঁরা কষ্ট করে রয়েছেন । যদি কখনও কারখানা খোলে সেই আশায় । কারখানা খোলার দাবিতে বহু আন্দোলন হয়েছে । কিন্তু বিড়লা কর্তৃপক্ষের তরফে কোনও সাড়া পাওয়া যায়নি । উল্টে বেঙ্গল শ্রীরামকে প্রায় সাড়ে তিনশো একর জমি বিক্রি করে দেওয়া হয়েছে । তারও পরে হিরানন্দানীকে একশো একর জমি বেচে দেওয়া হয় । বর্তমানে 275 একর জমি রয়েছে বিড়লাদের হাতে । তারমধ্যে 96 একরে রয়েছে কারখানা । সেই কারখানাতেই ব্যাটারি চালিত গাড়ি ও বাইক তৈরি হবে বলে জানা গিয়েছে । তাতেই শ্রমিক ইউনিয়নগুলি স্বাগত জানিয়েছে এই কারখানা চালু করার উদ্যোগকে । নতুন করে হিন্দুস্থান মোটর চালু হলে সবরকম সাহায্য করবে হিন্দুস্থান মোটরের ইউনিয়নগুলি ।

হিন্দমোটর কারখানা নতুন করে খোলার খবরে খুশি

আরও পড়ুন :রাজ্যে ইলেকট্রিক গাড়ি তৈরি কারখানার দাবি নিয়ে নিতিনের দরবারে মমতা

তৃণমূল ট্রেড ইউনিয়নের জেনারেল সেক্রেটারি উত্তম চক্রবর্তী বলেন, "আমরা খুশি হয়েছি কারণ কারখানা খুললে বেকার শ্রমিকের চাকরি হবে, আশেপাশের ব্যবসায়ীদের উন্নতি হবে । উপযুক্ত পরিবেশে আছে । মুখ্যমন্ত্রী চাইছেন শিল্প আসুক । শিল্প এলে সকলের ভাল হবে ।" সিআইটিইউ নেতা মনীন্দ্র চক্রবর্তী বলেন, "এর আগেও এমন হাওয়া উঠেছিল । সিআইটিইউ যখন কিছু করতে যায় তখনই এরকম রব ওঠে ৷ এছাড়াও হিন্দুস্থান মোটরের শেয়ার চাঙ্গা রাখতে এই ধরনের খবর রটানো হয় । তবে সত্যি যদি কারখানা খুলতে চায় তাহলে সাহায্য করা হবে ।"

ABOUT THE AUTHOR

...view details