পশ্চিমবঙ্গ

west bengal

Rubella Vaccine: রুবেলার টিকা নিয়ে স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ শিলিগুড়িতে

By

Published : Jan 16, 2023, 7:46 PM IST

Updated : Jan 16, 2023, 8:25 PM IST

রুবেলা টিকায় রাজ্যে মৃত্যু হল এক নাবালিকার (First Death in WB after taking Rubella Vaccine)। যার জেরে ব্যাপক চাঞ্চল্য দার্জিলিংয়ে ৷

Rubella Vaccine
রুবেলার টিকা

রুবেলা টিকায় রাজ্যে মৃত্যু হল এক নাবালিকার

দার্জিলিং, 16 জানুয়ারি: রুবেলা ভাইরাসের টিকা নিয়ে স্কুলছাত্রীর মৃত্যু দার্জিলিঙে ৷ সোমবার রুবেলার (Rubella Virus) ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ হয়ে পড়ে ওই স্কুল ছাত্রী। অসুস্থ হওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর ৷ রুবেলার টিকায় মৃত্যু রাজ্যে এই প্রথম ৷ এদিন খড়িবাড়ি ব্লকের বাতাসিতে শ্যামধন জোত উচ্চ বিদ্যালয়ের ঘটনাটি ঘটে ৷ হাম ও রুবেলা টিকা দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ে অষ্টম শ্রেণির ছাত্রী অনন্যা সরকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে টিকাকরণের আধঘণ্টা পর বাড়ি ফেরার সময় সে আচমকাই অসুস্থ হয়ে পড়ে।

উল্লেখ্য, সোমবার সকাল 11টা থেকে শ্যামধন জোত উচ্চবিদ্যালয়ের পড়ুয়াদের হাম ও রুবেলার ভ্যাকসিন দেওয়া শুরু হয়। বাকি পড়ুয়াদের মতো অনন্যাও ভ্যাকসিন নেওয়ার পর 30 মিনিট স্বাস্থ্যকর্মীদের পর্যবেক্ষণে ছিল। সেই সময় কোথাও কোনও সমস্যা হয়নি। পরে সে স্কুল মাঠে খেলাধুলোও করে। এরপর মিড-ডে মিল খেয়ে বাড়ি ফেরার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়ে অনন্যা। তৎক্ষণাৎ স্কুলের শিক্ষকরা অ্যাম্বুলেন্সে (Ambulance) করে বাতাসি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর অনন্য়াকে জেলা হাসপাতালে পাঠান।

সেখানে তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালের আইসিইউতে ভরতি করা হয়। বিকেল 4টে নাগাদ সেখানেই অনন্যার মৃত্যু হয় বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিক। পরিবারের দাবি, সকালে খাওয়া-দাওয়া করে স্কুল গিয়েছিল সে ৷ পরিবারের লোকজনের কাছে, কাছে খবর আসে মেয়ে অসুস্থ হয়ে পড়েছে ৷ পরিবারের অভিযোগ, বাতাসি হাসপাতালে যখন অনন্য়াকে নিয়ে যাওয়া হয়, তখন বিদ্যালয় কর্তৃপক্ষের কেউই উপস্থিত ছিলেন না। অন্যদিকে, অনন্যাকে স্কুলের অ্যাম্বুলেন্স করেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন প্রধান শিক্ষক ৷

আরও পড়ুন:পথশিশু ও স্কুলছুটদের জন্য হাম ও রুবেলা টিকাকরণ অভিযান

যদিও ঘটনায় মুখ খুলতে চাননি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলা প্রশাসন। দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলমের নির্দেশে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিক ওই অনন্যার দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছেন। ময়নাতদন্তের পরই ওই ছাত্রীটির মৃত্যুর আসল কারণটি জানা যাবে বলে জানা গিয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনও ধোঁয়াশায় স্বাস্থ্য আধিকারিকরা।

Last Updated :Jan 16, 2023, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details