পশ্চিমবঙ্গ

west bengal

Governor Criticises Abhishek : বিচারব্যবস্থাকে আক্রমণ করায় অভিষেককে তোপ রাজ্যপালের, মুখ্যসচিবকে কড়া পদক্ষেপের পরামর্শ

By

Published : May 29, 2022, 3:51 PM IST

Updated : May 29, 2022, 4:13 PM IST

শনিবার হলদিয়ায় দলের শ্রমিক সংগঠনের সভামঞ্চ থেকে বিচারব্যবস্থাকে কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee criticises judiciary) ৷

jagdeep dhankhar criticises abhishek banerjee
অভিষেককে তোপ রাজ্যপালের

শিলিগুড়ি, 29 মে: বিচারব্যবস্থাকে আক্রমণ করায় এবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের নিশানায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Governor Jagdeep Dhankhar criticises Abhishek Banerjee for his controversial remark on judiciary) । অভিষেকের মন্তব্য গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক ও অত্যন্ত নিন্দনীয় বলে রবিবার মন্তব্য করেছেন রাজ্যপাল ৷

শনিবার হলদিয়ায় দলের শ্রমিক সংগঠনের সমাবেশের মঞ্চ থেকে নজিরবিহীনভাবে বিচারব্যবস্থাকে আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি বলেছিলেন "আমার বলতেও লজ্জা লাগে যে, বিচারব্যবস্থায় দু-একজন এমন আছেন যাঁরা সম্পূর্ণ যোগসাজশ করে কাজ করছেন তল্পিবাহক হিসেবে ৷ কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছে ৷ খুনের মামলায় তদন্ত বন্ধ করে দিচ্ছে ৷" অভিষেকের এই মন্তব্যে ইতিমধ্যেই যথেষ্ট বিতর্ক ছড়িয়েছে রাজনৈতিক মহলে ৷ তাঁর এই মন্তব্য নিয়ে এবার সরব হলেন রাজ্যপাল ৷

আরও পড়ুন : 'বিচারব্যবস্থায় দু-একজন এমন আছেন যাঁরা যোগসাজশ করে তল্পিবাহক হিসেবে কাজ করছেন', বিস্ফোরক অভিষেক

রবিবার দার্জিলিং যাওয়ার পথে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির উপর এরাজ্যে আক্রমণ করা হচ্ছে । বিচারব্যবস্থাকে আক্রমণ নিন্দনীয় । একটি জনসভায় একজন বিচারককে আক্রমণ অত্যন্ত নিন্দনীয় ঘটনা । আগেই দেশের প্রধান বিচারপতি এই ধরণের মন্তব্যের জন্য কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন । কিন্তু সাংসদ কাল শেষ সীমা অতিক্রম করেছেন । আমি এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছি । এর আগেও একই ঘটনা ঘটেছিল । আমি মুখ্যসচিবকে পদক্ষেপের জন্য বলেছিলাম । কিন্তু কোনও কাজ হয়নি । গতকাল যা হয়েছে তার প্রেক্ষিতে আমি আবার মুখ্যসচিবকে পদক্ষেপের নির্দেশ দেব । যদি আমরা বারবার বিচারব্যবস্থাকে প্রকাশ্য জনসভায় এভাবে আক্রমণ করি তা গণতন্ত্রর জন্য বিপজ্জনক ।" যদিও অভিষেকের নাম এদিন নেননি রাজ্যপাল ৷

অভিষেককে তোপ রাজ্যপালের

রাজ্যপালের এই আক্রমণ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি বলেন, "রাজ্যপাল মহাশয় একটি সাংবিধানিক পদে বসে রাজনৈতিক দলের নেতাদের মতো আচরণ করছেন । অতএব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে খুশি করার জন্য তাঁকে অনেক কিছু করতে হয় । এই বক্তব্য নিয়ে নতুন করে কিছু বলার নেই ।"

Last Updated : May 29, 2022, 4:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details