পশ্চিমবঙ্গ

west bengal

South Dinajpur : স্বাধীনতার 3দিন পর ভারতে অন্তর্ভুক্তি, 18 অগস্ট স্বাধীনতা দিবস পালন বালুরঘাটবাসীর

By

Published : Aug 19, 2021, 8:26 AM IST

People of Balurghat celebrate Independence Day on 18th August in South Dinajpur
স্বাধীনতার 3দিন পর ভারতের সঙ্গে অন্তর্ভুক্তি, 18 অগস্ট স্বাধীনতা দিবস পালন বালুরঘাটবাসীর ()

18 অগস্ট স্বাধীনতা দিবস পালিত হল বালুরঘাটে ৷ দ্বিজাতির তত্ত্বের কারণে, গোটা ভারতের থেকে তিনদিন পর স্বাধীনতা পেয়েছিল বালুরঘাট ৷ ওইদিন ভারতের সঙ্গে যুক্ত হয় তৎকালীন পশ্চিম দিনাজপুর ৷ অর্থাৎ, আজকের দক্ষিণ দিনাজপুর ৷

বালুরঘাট, 19 অগস্ট : 15 অগস্ট ভারতের স্বাধীনতা দিবস হলেও, 1947 সালের 18 অগস্ট স্বাধীনতার স্বাদ পেয়েছিলেন বালুরঘাটবাসী ৷ ভারত স্বাধীন হওয়ার তিন দিন পর অর্থাৎ, 18 অগস্ট দক্ষিণ দিনাজপুরের জেলা সদর বালুরঘাট স্বাধীন হয়েছিল । সীমান্ত কমিশনের সিদ্ধান্তের পর, 18 অগস্ট সরকারিভাবে বালুরঘাটকে ভারতের অন্তর্ভুক্ত করা হয় । প্রত্যেক বছর এই দিনটি সাড়ম্বরে উদযাপন করে বালুরঘাটবাসী । এ বছরও সাড়ম্বরে পালিত হল এই দিনটি ৷

পাশাপাশি, অন্যান্যবারের মতো, এ বছরেও জেলা বিজেপির পক্ষ থেকে বালুরঘাট হাইস্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে দিনটি উদযাপন করা হয় ৷ এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী, বিজেপির জেলা সভাপতি বিনয় কুমার বর্মন, প্রাক্তন সভাপতি শুভেন্দু সরকার, সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য নেতারা ৷ এ দিন বিকেলে এই প্রথম হিন্দু সংহতির তরফে দিনটি সাড়ম্বরে উদযাপন করা হয় বালুরঘাট হাইস্কুল মাঠে ৷

আরও পড়ুন :বালুরঘাটের জল সমস্যা মেটাতে একাধিক পদক্ষেপ মন্ত্রী সাবিনার

বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন জানান, 1947 সালের 15 অগস্ট দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমাদের দেশ স্বাধীন হয় ৷ কিন্তু, তৎকালীন পশ্চিম দিনাজপুর, বর্তমানের দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও মালদার কিছু অংশ তখনও পূর্ব পাকিস্তানে থাকবে না ভারতে থাকবে সেটা ঠিক হয়নি ৷ 18 অগস্ট পশ্চিম দিনাজপুর, মালদা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয় ৷ বালুরঘাটবাসী তথা দক্ষিণ দিনাজপুরবাসী স্বাধীনতার স্বাদ পায় তিনদিন পর ৷ সেই কারণে প্রতিবছর আমরা এখানে 18 অগস্ট জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করি ৷’’

ABOUT THE AUTHOR

...view details