পশ্চিমবঙ্গ

west bengal

Bombing at Jaynagar: খেলার মাঠে প্যান্ডেল করা নিয়ে বোমাবাজি! রক্তাক্ত সাত

By

Published : Jan 11, 2023, 9:59 PM IST

ধাপাস বল খেলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার জয়নগর থানা এলাকার আলিপুরের অন্তর্গত গাজিপাড়া। সকালে আচমকাই কয়েকজন এসে বোমাবাজি করতে থাকে (Bombing at Jaynagar)। গাজিপাড়ার মাঠে খেলার প্যান্ডেল করাকে ঘিরে গণ্ডগোলের সূত্রপাত।

Bombing at Jaynagar
বোমাবাজিত আহত

খেলার মাঠে প্যান্ডেল করা নিয়ে বোমাবাজি

জয়নগর, 11 জানুয়ারি: খেলার মাঠে প্যান্ডেল করা নিয়ে বচসা। আর তা থেকেই বোমাবাজি। বোমাবাজির জেরে উত্তপ্ত হয়ে ওঠে জয়নগর। বেপরোয়া এই বোমাবাজিতে আহত হয়েছেন সাত জন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার জয়নগরের আলিপুর অন্তগর্ত গাজিপাড়া এলাকা (Bombing at Jaynagar)। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে তার জেরে পুলিশ পিকেট বসানো হয়েছে গাজিপাড়ায়।

বুধবার সকালে হঠাৎ এলাকায় কয়েকজন দুষ্কৃতী এসে অনবরত বোমাবাজি করতে থাকে (Several People Injured in Jaynagar Bombing)। বোমার আঘাতে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জয়নগর থানার পুলিশ বাহিনী। পুলিশের গাড়ির লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলেও অভিযোগ করছেন স্থানীয়রা। গ্রামের এক বাসিন্দা বলেন, "এমন ঘটনা খেলার মাঠ নিয়ে হবে, কখনও ভাবিনি। সকালে আচমকাই কয়েকজন এসে ব্যাপক বোমাবাজি করতে থাকে। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে।"

আহতদের মধ্যে সাত জনকে চিকিৎসার জন্য জয়নগর 2 নম্বর ব্লকের নিমপীঠ শ্রী রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনার স্থল থেকে 12টির বেশি ক্যাসেট বোমা উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মাঠের জায়গা নিয়ে বচসার জেরেই এই ঘটনা। স্থানীয়রা জানান, তাঁরা কেউই ভাবতেও পারেননি এই ঘটনায় অতর্কিতে কেউ বোমাবাজি করবে ৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়নগরের আলিপুর গাজিপাড়ার খেলার মাঠে ধাপাস বল ম্যাচ রয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই ৷

আরও পড়ুন:তোলা দেননি ব্যবসায়ী, বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ দুষ্কৃতীর বিরুদ্ধে

সেই জায়গায় যদি প্যান্ডেল হয় তাহলে ধাপাস বল ম্যাচ কী করে হবে? তাই বল খেলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থল থেকে জয়নগর থানার পুলিশ দু'জনকে আটক করেছে। বোমাবাজির ঘটনায় এলাকাবাসীরা আতঙ্কে রয়েছেন। সাধারণ একটি খেলাকে কেন্দ্র করে কেন বোমাবাজির মতন ঘটনা ঘটেছে তা তদন্ত শুরু করেছে পুলিশ। জয়নগর থানার পুলিশ বোমাবাজির ঘটনায় যে দু'জনকে আটক করেছে তাদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details