Raiganj Bombing Incident: তোলা দেননি ব্যবসায়ী, বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ দুষ্কৃতীর বিরুদ্ধে

author img

By

Published : Dec 27, 2022, 6:46 PM IST

Bombing
ETV Bharat ()

জেল থেকে ছাড়া পেয়ে গ্রামে ফিরেছে দুষ্কৃতী ৷ এরপর সে স্থানীয় ব্যবসায়ীর কাছে তোলা চাইতে আসে ৷ প্রথমবার ওই ব্যবসায়ী তোলা দিলেও পরে তা দিতে চাননি ৷ তাতেই বোমাবাজি (Bomb blast in Raiganj) ৷

রায়গঞ্জে ব্যবসায়ীর বাড়িতে বোমাবাজি

রায়গঞ্জ, 27 ডিসেম্বর: তোলা না দেওয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে বোম মারার অভিযোগ উঠল স্থানীয় এক দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বাজিতপুর গ্রামে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার বাজিতপুর গ্রামের বাসিন্দা তারক দাস বাড়ির পাশে ইট, বালি ও সিমেন্টের ব্যবসা করেন ৷ বচ্চন যাদব নামের এক দুষ্কৃতী এই এলাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে হুমকি দিয়ে তোলা আদায় করে থাকে । ক'দিন আগে বচ্চন জেল খেটে ছাড়া পেয়ে গ্রামে ফিরেছে ৷

আরও পড়ুন: বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, বসিরহাটে নাবালক-সহ জখম 2

চলতি মাসের 22 ডিসেম্বর বচ্চন ব্যবসায়ী তারক দাসের কাছে তোলা নেওয়ার জন্য আসে ৷ ব্যবসায়ী জানান, প্রথমে তিনি 300 টাকা দিয়ে দিয়েছিলেন ৷ পরে নেশাগ্রস্ত অবস্থায় এসে 5000 টাকা দাবি করেন ৷ সেই টাকা দিতে অস্বীকার করায় অভিযুক্ত বচ্চন যাদব ওই ব্যবসায়ীকে মেরে ফেলার হুমকি দেয় ৷ স্থানীয়রা বচ্চন মারধর করে ৷

এরপর গতকাল গভীর রাতে বচ্চনের লোকজনের এসে তারক দাসের থাকার ঘরটিকে লক্ষ্য করে দু'টি বোমা মেরে পালিয়ে যায় ৷ পরে তারক দাস ঘর থেকে বেরিয়ে দেখেন চারিদিকে ধোঁয়া আর বারুদের গন্ধ ৷ তারক দাসের অভিযোগ, ওই দুষ্কৃতী তৃণমূল আশ্রিত ৷ বোমা মারার ঘটনায় গোটা এলাকা আতঙ্কিত ৷ এই ঘটনায় মুখ খুলতে নারাজ 11 নম্বর বীরঘই গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসো চরে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.