পশ্চিমবঙ্গ

west bengal

জয়নগরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও এক, 10 দিনের পুলিশি হেফাজত অভিযুক্তের

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 4:21 PM IST

Joynagar TMC Leader Murder Case: জয়নগরে তৃণমূল নেতা খুনে এবার আরেক অভিযুক্ত রবিউল সরদারকে গ্রেফতার করল জয়নগর থানার পুলিশ ৷ তাঁকে দশ দিনের পুলিশি হেফাজতে দিয়েছে বারুইপুর মহকুমা আদালত ৷

Joynagar TMC Leader Murder Case
জয়নগরের তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরেক অভিযুক্ত

জয়নগর, 3 ডিসেম্বর:জয়নগরের তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরেক অভিযুক্ত ৷ এই নিয়ে 4 অভিযুক্তকে এই মামলায় গ্রেফতার করল জয়নগর থানার পুলিশ ৷ শনিবার গোপন সূত্রে খবর পেয়ে বকুলতলা থানার 22 হাঁটা এলাকা থেকে রবিউল সরদারকে পাকড়াও করেন তদন্তকারী আধিকারিকরা। রবিবার অভিযুক্তকে বারুইপুর মহকুমার আদালতে পেশ করা হয় ৷ রবিউলের বিরুদ্ধে খুনের পরিকল্পনা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ । তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই খুনের ঘটনার কিনারা করতে চান তদন্তকারীরা ৷ তাই বারুইপুর মহকুমা আদালতে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে জয়নগর থানার পুলিশ । সেই আবেদনে সাড়া দিয়ে অভিযুক্তকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, "জয়নগরের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে একের পর এক অভিযুক্তরা গ্রেফতার হচ্ছে । গতকাল এই খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত রবিউলকে আমরা গ্রেফতার করেছি । এই ঘটনার সঙ্গে আরও অন্য কেউ জড়িত আছে কি না, রবিউলকে জিজ্ঞাসাবাদ করে আমরা সেটাই জানতে পারব । দোষীদেরকে গ্রেফতার করে আইনানুগ উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করব ।"

প্রসঙ্গত, কালীপুজোর পরদিন বাড়ির কাছে একটি স্থানীয় মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুষ্কৃতীদের হাতে খুন হন জয়নগরের দাপুটে তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর । এই তৃণমূল নেতা খুনের ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় জয়নগরের বামনগাছি গ্রাম পঞ্চায়েতের দোলুয়াখাকি নস্করপাড়া এলাকা ৷ গ্রামবাসীদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে সেখানে । তৃণমূল নেতার খুনের ঘটনায় বেশ কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হয় অন্যতম অভিযুক্ত শাহরুল শেখ । ধৃতকে জিজ্ঞাসাবাদের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে বারুইপুর পুলিশ জেলার জেলা পুলিশের হাতে ।

অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর এই খুনের ঘটনায় 'মাস্টার মাইন্ড' আনিসুর লস্কর ও সঙ্গীদেরকে গ্রেফতার করে পুলিশ । অভিযুক্তদের দফায়-দফায় জিজ্ঞাসাবাদের পর আরও চাঞ্চল্যকর তথ্য পান তদন্তকারীরা । জিজ্ঞাসাবাদে তাঁরা জানতে পারেন, এই খুনের অন্যতম অভিযুক্ত রবিউল সর্দারের নাম । তাঁর বাড়ি জয়নগর থানার অন্তর্গত কাশিপুর এলাকায় । অভিযোগ, তৃণমূল নেতার খুনের পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য 4 লক্ষ টাকা ব্যয় করেছিলেন এই রবিউল । বিভিন্ন সময়ে অভিযুক্তদেরকে টাকাও দিয়েছিলেন তিনি ।

আরও পড়ুন:

  1. 'বড়ভাই'য়ের নির্দেশে সুপারি, গুলি চালিয়েছে সাহাবুদ্দিন; দাবি জয়নগর-কাণ্ডে ধৃত শাহরুলের
  2. জোড়া খুনে অগ্নিগর্ভ জয়নগর, সিপিএম সমর্থকদের বাড়ি জ্বালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
  3. তৃণমূল নেতা খুনে জয়নগরে ধুন্ধুমার; অভিযুক্তকে পিটিয়ে হত্যা, জ্বলছে গ্রাম

ABOUT THE AUTHOR

...view details