পশ্চিমবঙ্গ

west bengal

জোয়ারের জলে প্লাবিত গঙ্গাসাগর মেলা প্রাঙ্গন, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2024, 10:05 AM IST

Gangasagar Mela 2024: অমাবস্যার কোটালের জোয়ারের জলে প্লাবিত গঙ্গাসাগর মেলা প্রাঙ্গন ৷ তার জেরেই ক্ষতিগ্রস্থ বেশ কয়েকটি দোকান ৷ ব্যবসা বাঁচাতে ইতিমধ্যেই দোকান অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা ৷

Etv Bharat
Etv Bharat

গঙ্গাসাগর, 12 জানুয়ারি:মেলা শুরু হলেও অমাবস্যার জোয়ারই কাঁটা গঙ্গাসাগরে। শুক্রবার ভোরে অমাবস্যার কোটালের জোয়ারের জলে ভেসে গেল গঙ্গাসাগর মেলা প্রাঙ্গন ৷ কোটালের জলে ক্ষতিগ্রস্ত হল মেলা প্রাঙ্গনে থাকা বেশ কয়েকটি দোকান ৷ এই মেলা থেকে সারা বছরের রুটিরুজি জোগাড় করেন স্থানীয় ছোট ছোট ব্যবসায়ীরা ৷ মেলা শুরুর 3 দিনের মধ্যেই ক্ষতির স্বীকার হওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের ৷

গঙ্গাসাগর মেলা ঘিরে বিপুল পুণ্যার্থীর আগমন ঘটে ৷ রাজ্য সরকারের পক্ষ থেকে কোটি কোটি টাকা ব্যয়ে ঢেলে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গন ৷ অথচ মেলা প্রঙ্গনে কীভাবে জোয়ারের জল ঢুকল সেই প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ ঘটনা প্রসঙ্গেই এক পুজারি শঙ্কর নারায়ন মান্না বলেন, "অমাবস্যার কোটালে জোয়ারের জল ঢুকে পড়েছে গঙ্গাসাগর প্রাঙ্গণে ৷ নদী বাঁধের বালি সরে যাওয়ায় জল প্রবেশ করছে। ভরা কোটালের জোয়ারের জলে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি দোকান।" এদিকে মেলা প্রাঙ্গনে জল ঢুকতে শুরু করায় স্থানীয় ব্যবসায়ীরা তাদের দোকান অন্যত্র স্থানান্তরিত করতে শুরু করেছেন ।

গত 8 জানুয়ারি গঙ্গাসাগর মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গতকালই এই মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলার জন্য 250 কোটি টাকা খরচ হয়েছে বলেই নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবারই তিনি দাবি করেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার গঙ্গাসাগর মেলা ৷ কুম্ভ মেলার জন্য কেন্দ্র সরকার কোটি কোটি টাকা খরচ করলেও গঙ্গা সাগর মেলার জন্য কোনও টাকা দেয় না ৷

গেরুয়া শিবিরের অভিযোগ, রাজ্যসরকার কোটি কোটি টাকা ব্যয় করেও কাজের কাজ কিছুই হয় না ৷ একটু প্রাকৃতিক বিপর্যয় হলেই ভোগান্তির মুখে পড়তে হয় গঙ্গাসাগরবাসী থেকে শুরু করে স্থানীয়দের । এবারও মেলা প্রাঙ্গণে জল ঢুকে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা ৷

আরও পড়ুন:

  1. গঙ্গাসাগরকে জাতীয় মেলার স্বীকৃতির দাবিতে মোদিকে চিঠি মমতার
  2. 'সাধুদের রং গেরুয়া, অপব্যবহার যেন না-হয়'; গঙ্গাসাগর মেলার উদ্বোধনে বললেন মমতা
  3. সপরিবারে গঙ্গাসাগর মেলায় যাচ্ছেন রাজ্যপাল, নজর নিরাপত্তায়

ABOUT THE AUTHOR

...view details