পশ্চিমবঙ্গ

west bengal

Panchayat Election 2023: প্রার্থী হওয়া নিয়ে বিবাদের জেরে তৃণমূল কর্মীকে গুলি

By

Published : Jun 10, 2023, 10:48 PM IST

মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনই রক্ত ঝড়েছিল রাজ্যে ৷ কংগ্রেস নেতার পর এবার তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল ৷

Etv Bharat
তৃণমূল কর্মীকে গুলি

তৃণমূল কর্মীকে গুলি

দিনহাটা, 10 জুন: খড়গ্রামের পর এবার দিনহাটা ৷ ফের ঝড়ল রক্ত ৷ এবার তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি ওই তৃণমূল কর্মী ৷ প্রাথমিক অনুমান, পঞ্চায়েত ভোটে প্রার্থী হওয়া নিয়ে বিবাদের জেরেই এই গুলি ৷ এ প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, "তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কোনও ব্যাপার নেই। যতদূর শুনেছি দুই ব্যাক্তি একই আসনে দাঁড়ানোর জন্য ঝামেলা চলছিল। যার জেরেই ওই ঘটনা ঘটেছে।"

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় দিনহাটা এক নম্বর ব্লকের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের হাজিরবাজার এলাকায় গুলিতে জখম হয়েছেন এক তৃণমূল কর্মী। তাঁর নাম লিপ্টন হক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই তৃণমূল কর্মী ৷ যদিও প্রাথমিক তদন্তের পর পুলিশ এবং চিকিৎসকদের অনুমান গুলি ওই ব্যক্তির কপাল ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। স্থানীয়দের দাবি, রক্তাক্ত অবস্থায় প্রথমে তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে কোচবিহারে নিয়ে যাওয়ার পরামর্শ দেন ৷

মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনই রক্ত ঝড়েছিল রাজ্যে ৷ কংগ্রেসের অভিযোগ, শুক্রবার মুর্শিদাবাদের খড়গ্রামে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে খুন হন ফুলচাঁদ শেখ নামে তাদের দলের এক নেতা ৷ এরপর ফের ভোটকে কেন্দ্র করে রক্তপাতের ঘটনা ঘটল ৷ এবার গুলি চলল দিনহাটায় ৷ যদিও এলাকার বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া জানান, ব্যবসায়িক গন্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে রাজনীতি বা ভোটের কোনও সম্পর্ক নেই বলেই জানান তিনি। অন্যদিকে, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেও তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। জানা গিয়েছে, ওই বুথ দুটি ভাগ হয়েছে। এর ফলে কে ওই কেন্দ্রে প্রার্থী হবেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল তাদের মধ্য়ে।

আরও পড়ুন:কমিশন চাইলে 24 ঘণ্টার মধ্যে আধাসেনা দিতে প্রস্তুত কেন্দ্র: নিশীথ প্রামাণিক

এরই মধ্যে শনিবার রটে যায় ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের 253 নম্বর বুথে বাবলা হক দলের তরফে নমিনেশন পেয়েছেন। এই রটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এরপরই বাড়ি থেকে ওকরাবাড়ি আসার পথে বাবলা হকের কাকাতো ভাই লিপ্টন হকের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানান চিকিৎসকরা। এরপর তাঁকে কোচবিহারে স্থানান্তরিত করা হয় ৷ জখম তৃনমুল কর্মী লিপ্টন হকের ভাই বাপ্পা হক বলেন, "প্রার্থী কে হবে তা নিয়ে বিরোধ চলছিল। আমরা ওকড়াবাড়ি বাজারে যাচ্ছিলাম। তখনই গুলি চালানো হয়।" ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details