পশ্চিমবঙ্গ

west bengal

Road blocked at Coochbehar after storm: ক্ষতিপূরণের দাবিতে কোচবিহারে পথ অবরোধ ঝড়ে ক্ষতিগ্রস্তদের

By

Published : Apr 18, 2022, 4:28 PM IST

ক্ষতিপূরণের দাবিতে কোচবিহারে বিভিন্ন জায়গায় পথ অবরোধ করলেন ঝড়ে ক্ষতিগ্রস্তরা (Road blocked at Coochbehar after storm)৷

road blocked at Coochbihar in demand of compensation after heavy storm
ক্ষতিপূরণের দাবিতে কোচবিহারে পথ অবরোধ ঝড়ে ক্ষতিগ্রস্তদের

কোচবিহার, 18 এপ্রিল: রবিবার রাতের বিধ্বংসী ঝড়ে (Coochbehar storm) ক্ষতিপুরণের দাবিতে কোচবিহারের একাধিক এলাকায় পথ অবরোধ করলেন বাসিন্দারা (Road blocked at Coochbehar after storm)। সোমবার সকাল থেকেই ক্ষুব্ধ বাসিন্দারা কোচবিহারের নিউ চ্যাংরাবান্ধা ও শুটকাবাড়িতে পথ অবরোধ শুরু করলে কোচবিহার-মাথাভাঙা ও কোচবিহার-শিলিগুড়ি রুটে যান চলাচল বন্ধ হয়ে যায় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

রবিবার রাতে বিধ্বংসী ঝড়ে কোচবিহারে মৃত্যু হয় দু'জনের (Coochbehar road blocked)। আহত হয়েছেন অন্তত শতাধিক মানুষ । কোচবিহার-1 ব্লকের বিস্তীর্ণ এলাকা কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে । বহু বাড়িঘর ভেঙে গিয়েছে । কোচবিহার শহর, কোচবিহার-2 ব্লক, কোচবিহার-1 ব্লকে ঝড় তীব্র আকার নেয় ৷ মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের বড় আঠারোকোটা গ্রামে জাহাঙ্গির আলম (16) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে । ঘরের উপর গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন:Kolkata Metro services disrupted: শোভাবাজার পেরোতেই সুড়ঙ্গে থমকাল মেট্রো, আতঙ্কে যাত্রীরা

ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকায় ঝড়ে দেবদাস পাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে । এ দিন সকাল থেকেই প্রশাসনের কোনও সাহায্য না মেলায় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন ৷ ওই দুই এলাকায় পথ অবরোধ শুরু করেন তাঁরা ৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ৷

ABOUT THE AUTHOR

...view details