পশ্চিমবঙ্গ

west bengal

KLO Chief Jeevan Singh: ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত ভুল, কেন্দ্রকে নিশানা কেএলও প্রধানের

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 9:41 PM IST

Video Message of KLO chief Jeevan Singh: কামতাপুরীদের উপর অবিচার করছে ভারত সরকার ৷ প্রতিনিয়ত তাঁদের সঙ্গে বঞ্চনা হচ্ছে ৷ একটি ভিডিয়ো বার্তায় এমনই বলতে শোনা গেল কেএলও প্রধান জীবন সিংকে (ইটিভি ভারত ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) ৷

KLO Chief Jeevan Singh ETV BHARAT
KLO Chief Jeevan Singh

গোপন ডেরা থেকে ভিডিয়ো বার্তা কেএলও প্রধান জীবন সিংয়ের

কোচবিহার, 9 সেপ্টেম্বর: কয়েকমাস আগেও কেন্দ্র তথা বিজেপি সরকার ছিল কামতাপুরীদের বন্ধু ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক ছিলেন তাঁর ভাই ৷ এবার সেই স্বরাষ্ট্র মন্ত্রক তথা ভারত সরকারই হয়ে গেল শত্রু ৷ আজ একটি ভিডিয়ো বার্তায় কেএলও প্রধান জীবন সিংয়ের বক্তব্যে সেটাই শোনা গেল ৷ ইটিভি ভারত ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ৷ তার দাবি, ভারতের সঙ্গে যুক্ত হয়ে ভুল করেছে কামতাপুরীরা ৷ আর তার খেসারত দিতে হচ্ছে গ্রেটার কোচবিহার তথা কামতাপুরবাসীদের ৷

এতদিন কেন্দ্রের গুণগান করতে শোনা যাচ্ছিল কেএলও প্রধানকে ৷ আর সেই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কামতাপুরীদের শত্রু বলে দেগেছিলেন জীবন সিং ৷ এবার সেই জীবন সিংয়ের মুখে কেন্দ্রের সমালোচনা ৷ ভিডিয়ো বার্তায় জীবন সিংকে বলতে শোনা গিয়েছে, ‘‘স্বাধীনতার 76 বছর ধরে কামতাপুর এবং সেখানকার বাসিন্দাদের বঞ্চিত করে আসছে ভারত সরকার ৷ ভারতীয় রাষ্ট্রযন্ত্র 76 বছর ধরে গ্রেটার কোচবিহারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে ৷ আমাদের সঙ্গে অন্যায়, অবিচার করা হচ্ছে ৷’’

জীবন সিংকে প্রশ্ন করতে শোনা যায়, ‘‘পঞ্জাবিরা যদি পঞ্জাব পেতে পারে, গুজরাতিরা যদি গুজরাত পেতে পারে, বাঙালিরা যদি বাংলা পায়, তাহলে কামতাপুরীরা কেন তাঁদের কামতাপুর রাজ্য পাবে না ?’’ এরপরেই তাঁর সেই মন্তব্য ভেসে আসে ৷ তিনি বলেন, ‘‘স্বাধীনতার সময় আমরা ভারতের সঙ্গে যুক্ত হয়ে ভুল করেছিলাম ৷ আজ তার খেসারত দিতে হচ্ছে ৷ ভারত রাষ্ট্রযন্ত্র চায় না, কামতাপুরে ভারতীয় সংবিধান স্থাপন হোক ৷ সেখানকার লোকগুলো তাঁদের অধিকার পাক ৷’’ এমনকী নিজেদের অধিকারের জন্য সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতেও প্রস্তুত বলে হুঁশিয়ারি দেন জীবন সিং ৷

আরও পড়ুন:'নিশীথ প্রামাণিক আমাদের জাতির গর্ব', বিজেপির সমর্থনে ভিডিয়ো জীবন সিংয়ের !

কিন্তু প্রশ্ন উঠছে, যে জীবন সিং কয়েকমাস আগেও কেন্দ্র তথা বিজেপির সমর্থনে গলা ফাটাচ্ছিলেন ৷ আজ হঠাৎ তাঁর এই ভোলবদল কেন ? যে নিশীথ প্রামাণিককে নিজের জাতি ভাই বলে উল্লেখ করেছিলেন ৷ আজ হঠাৎ, সেই নিশীথের মন্ত্রকের বিরুদ্ধে কেএলও প্রধানের এই বিষোদ্গার অবাক করছে রাজনৈতিকমহলের একাংশকে ৷

ABOUT THE AUTHOR

...view details