পশ্চিমবঙ্গ

west bengal

Dinhata Bye Election : বিক্ষোভের মুখে পড়ে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় প্রচার দিনহাটার বিজেপি প্রার্থীর

By

Published : Oct 21, 2021, 4:05 PM IST

BJP Candidate of Dinhata Assembly Start his Election Campaign with Central Force
বিক্ষোভের মুখে পড়ে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় প্রচার দিনহাটার বিজেপি প্রার্থীর ()

বারবার বিক্ষোভের মুখে পড়ায় এবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় প্রচার শুরু করলেন দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল ৷ গত সমোবার এবং মঙ্গলবার দিনহাটার 2 নম্বর ব্লকে প্রচারে বেরিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বলে অভিযোগ করেন তিনি ৷ এর পর আজ তাঁকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হয় প্রচার করার সময় ৷

কোচবিহার, 21 অক্টোবর : ভোট প্রচারে গিয়ে পরপর দু’দিন বিক্ষোভের মুখে পড়েছিলেন দিনহাটা বিধানসভার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল ৷ তার জেরে এবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় উপনির্বাচনের প্রচার শুরু করলেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ৷ বৃহস্পতিবার দিনহাটা 2 নম্বর ব্লকের শালমারা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট প্রচার করেন তিনি ৷ পাশাপাশি এ দিন তাঁর সঙ্গে ছিলেন কোচবিহারের 5 বিজেপি বিধায়ক ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ জয়ন্ত রায় ৷ প্রচার চলাকালীন বিজেপি প্রার্থী অশোক মণ্ডল বলেন, ‘‘দিনহাটার মানুষ সন্ত্রাসের বিপক্ষে এবার বিজেপি প্রার্থী হিসেবে আমাকে ভোট দিয়ে নির্বাচনে জয় যুক্ত করবে ৷’’

গত বিধানসভা নির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক ৷ বিজেপি ক্ষমতায় না আসায়, জিতলেও বিধায়ক পদে শপথ নেননি ৷ বিধানসভায় গিয়ে ইস্তফা দিয়ে এসেছিলেন বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ৷ এবার দিনহাটা সহ রাজ্যের 4 বিধানসভায় উপনির্বাচন রয়েছে 30 অক্টোবর ৷ এই বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অশোক মণ্ডলকে । যার বিপক্ষে তৃণমূলের প্রার্থী দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ ৷ ভোট প্রচারে বেরিয়ে অশোক মণ্ডল গত সোমবার ও মঙ্গলবার দিনহাটার দু’টি পৃথক এলাকায় তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন ৷

বিক্ষোভের মুখে পড়ে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় প্রচার দিনহাটার বিজেপি প্রার্থীর

আরও পড়ুন : Joy Banerjee : ভগবান রুষ্ট হয়েছেন তাই এত প্রাকৃতিক বিপর্যয়, দাবি জয় বন্দ্যোপাধ্যায়ের

অভিযোগ বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় ৷ এমনকি দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কিও হয় বলেও অভিযোগ ৷ ওই দু’দিন মাঝপথে ভোট প্রচার বন্ধ রেখে ফিরে যান বিজেপি প্রার্থী ৷ পরপর দু’দিন একই ঘটনা ঘটায় আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে দিনহাটা 2 নম্বর ব্লকের শালমারা এলাকায় প্রচার করেন অশোক মণ্ডল ৷ তবে, এ দিনের প্রচার চলাকালীন কোনও গণ্ডগোল হয়নি ৷ গোটা বিষয়টি নিয়ে দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ বলেন, কোথাও কাউকে বিক্ষোভ দেখানো হয়নি ৷ দিনহাটা বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি প্রার্থী যেখানে খুশি সেখানে প্রচার করতে পারে ৷

আরও পড়ুন : Covid Vaccination : জগৎবল্লভপুরে ভ্যাকসিন নিয়ে দলবাজির অভিযোগে পথ অবরোধ বিজেপির

ABOUT THE AUTHOR

...view details