ETV Bharat / state

বিশ্বভারতীতে 2019 থেকে বন্ধ ঐতিহ্যবাহী ছাপাখানা, আর গ্রন্থ প্রকাশ হয় না রবীন্দ্রজয়ন্তীতে - Rabindra Jayanti 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 8:07 PM IST

ETV BHARAT
বিশ্বভারতীতে 2019 থেকে বন্ধ ঐতিহ্যবাহী ছাপাখানা (নিজস্ব চিত্র)

Rabindra Jayanti 2024: বিশ্বভারতীতে 2019 সাল থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে সেখানকার ঐতিহ্যবাহী ছাপাখানা ৷ আগের মতো আর সেখান থেকে গ্রন্থ প্রকাশ হয় না রবীন্দ্রজয়ন্তীতে ৷

বোলপুর, 7 মে: প্রায় পাঁচ বছর ধরে রবীন্দ্রজয়ন্তীতে বন্ধ বিশ্বভারতীতে গ্রন্থ প্রকাশ । 2019 সাল থেকে বন্ধ রয়েছে সেখানকার ঐতিহ্যবাহী ছাপাখানাটি ৷ 1917 সালে আমেরিকায় গিয়ে মুদ্রণ যন্ত্র উপহার পেয়েছিলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ৷ তা দিয়েই বিশ্বভারতীতে তৈরি হয়েছিল ছাপাখানা ৷ আগে প্রতি বছর রবীন্দ্রজয়ন্তী ও কবিপ্রয়াণে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি একাধিক গ্রন্থ প্রকাশিত হত সেখান থেকে । তবে সে সবই এখন অতীত ৷ আরও এক পঁচিশে বৈশাখের প্রাক্কালে যা নিয়ে আক্ষেপ ধরা পড়ল শান্তিনিকেতনবাসী থেকে আশ্রমিকদের মধ্যে । যদিও, এ প্রসঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষর তরফে কেউ কোনও মন্তব্য করতে চাননি ৷

'পঁচিশে বৈশাখ', এইটুকু বললেই নতুন করে আর বলে দিতে হয় না যে এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ৷ কারণ গুরুদেব বাঙালির হৃদয়ে সমাদৃত । প্রতি বছরের মতো এবারও পঁচিশে বৈশাখের সকালে গৌরপ্রাঙ্গণে বৈতালিক, রবীন্দ্রভবনে কবিকন্ঠ, উপাসনা গৃহে ব্রহ্ম উপাসনা, বৈদিক মন্ত্রপাঠ, মাধবীবিতানে জন্মোৎসব অনুষ্ঠান ও সন্ধ্যায় গৌরপ্রাঙ্গণে নৃত্যনাট্য পরিবেশনা । তবে আগে রবীন্দ্রজয়ন্তী হোক বা কবি প্রয়াণ স্মরণ, সবেতেই নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন গ্রন্থ প্রকাশিত হত বিশ্বভারতীয় ঐতিহ্যবাহী ছাপাখানা থেকে । 2019 সাল থেকে সে সব বন্ধ হয়ে গিয়েছে ।

উল্লেখ্য, 2019 সাল থেকে বন্ধ বিশ্বভারতীর ঐতিহ্যবাহী ছাপাখানাটি ৷ 1917 সালে 8 জানুয়ারি আমেরিকায় একটি অনুষ্ঠানে 'জাতীয়তাবাদ' শীর্ষক বক্তব্য রেখেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ৷ সেখানে গুরুদেব একটি মুদ্রণ যন্ত্র উপহার হিসেবে পান ৷ এই যন্ত্রটি শান্তিনিকেতন আশ্রমের পড়ুয়াদের জন্য ছিল ৷ মুদ্রণ যন্ত্রটি বিশ্বভারতীতে এনে স্থাপন করা হয় ৷ 1918 সালে এখান থেকে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানের দীনেন্দ্রনাথ ঠাকুরের স্বরলিপি প্রকাশিত হয় ৷ এরপর থেকে একের পর এক গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশিত হতে থাকে বিশ্বভারতীর এই ছাপাখানা থেকে । ঐতিহ্যবাহী এই ছাপাখানা বর্তমানে বন্ধ । যা নিয়ে আক্ষেপ রয়েছে শান্তিনিকেতনবাসী ও আশ্রমিকদের মধ্যে ।

ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর বলেন, "কী আর বলব, এক এক করে সব কিছুই বন্ধ হয়ে যাচ্ছে ৷ ঐতিহ্য বলে কিছু নেই ৷ আক্ষেপ করা ছাড়া আর কিছু করার নেই ।"

আরও পড়ুন:

  1. 2021 থেকে বিশ্বভারতীতে বন্ধ 'কন্যাশ্রী', নির্বাচনী আবহে উত্তেজনা বাড়ছে শান্তিনিকেতনে
  2. শান্তিনিকেতনে এবারও হচ্ছে না বসন্তোৎসব, মনখারাপ বিশ্বভারতীর পড়ুয়াদের
  3. কবিগুরুর শান্তিনিকেতনে প্রাচীন গাছগুলি কাটা হচ্ছে নির্বিচারে, সরব ঠাকুর পরিবার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.