পশ্চিমবঙ্গ

west bengal

Suvendu Adhikari : শান্তিনিকেতনে শান্তি এখন বালুকাময়, সরকারি টেন্ডার নিয়ে কটাক্ষ শুভেন্দুর

By

Published : Sep 14, 2021, 2:47 PM IST

Updated : Sep 14, 2021, 3:59 PM IST

পশ্চিমবঙ্গ সরকার বালি খনন ও পরিবহণ নিয়ে একটি টেন্ডারের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে ৷ তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী ৷ নাম না করে বিঁধেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷

Suvendu Adhikari
শান্তিনিকেতনে শান্তি এখন বালুকাময়, সরকারি টেন্ডার নিয়ে কটাক্ষ শুভেন্দুর

কলকাতা, 14 সেপ্টেম্বর : সরকারি টেন্ডারের বিজ্ঞাপন নিয়ে এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) বিঁধলেন বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তবে তিনি একবারও অভিষেকের নাম নেননি ৷ বরং যে সব শব্দ ব্যবহার করেছেন, তাতে স্পষ্ট যে কার উদ্দেশ্যে এই তির ছুঁড়েছেন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক ৷

পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) তরফে একটি টেন্ডারের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে ৷ ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের তরফে ওই বিজ্ঞাপন দেওয়া হয়েছে ৷ সেখানে বালি খাদানে খনন ও খাদান থেকে বালি সংগ্রহ করে স্টক ইয়ার্ড বা ডিপো পর্যন্ত পরিবহণের দরপত্র আবেদন করা হয়েছে ৷

এই বিজ্ঞাপনের একটি ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন শুভেন্দু অধিকারী ৷ সেই ছবির সঙ্গে কয়েকটি লাইন লিখেছেন ৷ তাতে তিনি বালি উত্তোলনের ক্ষেত্রে আরও বড় কেলেঙ্কারির আশঙ্কা প্রকাশ করেছেন ৷ পাশাপাশি তাঁর প্রশ্ন, ‘‘বালি তোলার এই কেন্দ্রীয় ব্যবস্থা কার নিয়ন্ত্রণে ?’’

এর পর শুভেন্দু যা লিখেছেন, তার স্পষ্ট কোনও অর্থ নেই ৷ তবে পদবী ধরে কারও কারও দিকে তির ছুঁড়েছেন বলেই মনে করা হচ্ছে ৷ বিধানসভার বিরোধী দলনেতা (Leader of Opposition) লিখেছেন, ‘‘গম্ভীর ভাবছেন অরোরার কথা, অরোরা ভাবছেন নারুলাকে, নারুলা ভাবছেন মণ্ডলের কথা - আরও অনেকে... ৷’’

এর পরই তিনি লিখেছেন, ‘‘শান্তিনিকেতনে শান্তি এখন বালুকাময় ৷’’ এর থেকেই রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা যে শুভেন্দু আসলে বিঁধতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ কারণ, কলকাতায় অভিষেকের বাড়ির নাম শান্তিনিকেতন ৷

বিজেপিতে (BJP) যোগদানের পর থেকেই অভিষেকের বিরুদ্ধেই বারবার নিশানা করে যাচ্ছেন শুভেন্দু ৷ মেদিনীপুরে তাঁর যোগদানের মঞ্চ থেকেই তিনি ‘ভাইপো হঠাও’ স্লোগান তুলেছিলেন ৷ বারবার নাম না করে অভিষেকের বিরুদ্ধে বালি-কয়লা ইত্যাদি দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ করেছেন ৷

আরও পড়ুন: মোদির জন্মদিন পালন, বিজেপির বিশেষ পরিকল্পনা জানালেন দিলীপ

নির্বাচনী ময়দানে পালটা জবাব দিয়েছেন অভিষেকও ৷ যদিও এই নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে কোনও পালটা জবাব দেওয়া হয়নি ৷

Last Updated :Sep 14, 2021, 3:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details