ETV Bharat / state

ক্রমশ এগোচ্ছে ঘূর্ণিঝড় রেমাল, উপকূলবর্তী এলাকা থেকে সরানো হল প্রায় 30 হাজার মানুষকে - Cyclone Remal Update

author img

By ETV Bharat Bangla Team

Published : May 26, 2024, 10:41 PM IST

Updated : May 26, 2024, 11:04 PM IST

Cyclone Remal to hits in Bengal: এই মুহূর্তে সাগরদ্বীপ থেকে 125 কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে এবং ক্যানিং থেকে 135 কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে রয়েছে ঘূর্ণিঝড় রেমাল ৷ স্থলভাগে আছড়ে পড়ার আগে ক্রমশ শক্তি বাড়াচ্ছে এটি ৷ স্বাভাবিকভাবে আতঙ্কিত দক্ষিণ 24 পরগনার এলাকাবাসীর ৷ উপকূলের তীরবর্তী এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরানো হল প্রায় 30 হাজার মানুষকে ৷

South 24 Pargana Remal Update
রেমাল মোকাবিলায় তৎপর প্রশাসন (নিজস্ব চিত্র)

ক্যানিং ও কাকদ্বীপ, 26 মে: শক্তি বাড়িয়ে ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল ৷ এই মুহূর্তে সাগরদ্বীপ থেকে তার দূরত্ব 125 কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে ৷ সেই সঙ্গে, ক্যানিং থেকে 135 কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে রয়েছে এটি ৷ রবিবার সকালে অতি গভীর নিম্নচাপ থেকে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল ৷

পূর্বাভাস বলছে, আছড়ে পড়ার সময়ে তার সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টায় 110 থেকে 120 কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে 135 কিলোমিটার পর্যন্ত। ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূল তীরবর্তী এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে । জেলা প্রশাসন সূত্রের খবর, ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার উপকূল তীরবর্তী এলাকা থেকে প্রায় 30 হাজার মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে আসা হয়েছে ।

আরও পডুন: রেমালের প্রভাবে প্রবল জলোচ্ছ্বাস হিঙ্গলগঞ্জে, ভাঙল নদী বাঁধ

পাশাপাশি, সুন্দরবনের বেশ কিছু জায়গায় মাটির নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে । যুদ্ধকালীন তৎপরতায় সুন্দরবনের একাধিক বেহাল নদী বাঁধ মেরামতির কাজ শুরু করে দিয়েছে জেলার সেচ দফতর । ঘূর্ণিঝড় রেমাল আসার আগে সতর্ক রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থাও । পরিস্থিতি সামাল দিয়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম । কোথাও বিদ্যুৎ বিপর্যয় হলে ফোন করে জানান যাবে অভিযোগ । রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কন্ট্রোল রুমের নম্বর হল 89007-93503, 89007-93504 ও 19121 । দক্ষিণ 24 পরগনা প্রতিটি ব্লকে খোলা হয়েছে কন্ট্রোল রুম ।

আরও পডুন: ঘূর্ণিঝড় রেমালের প্রভাব মহানগরে, যান চলাচলে বিঘ্ন

অন্যদিকে, ঘূর্ণিঝড়ের কারণে রবিবার রাত 11টা থেকে সোমবার ভোর 6টা পর্যন্ত বাতিল করা হয়েছে একাধিক ট্রেন ৷ বাতিল করা হয়েছে লক্ষ্মীকান্তপুর-নামখানা, শিয়ালদা- লক্ষ্মীকান্তপুর, শিয়ালদা-বজবজ, শিয়ালদা-ক্যানিং, শিয়ালদা-ডায়মন্ড হারবার, শিয়ালদা-সোনারপুর, শিয়ালদা-বারুইপুর লোকাল ট্রেনগুলি ৷

Last Updated : May 26, 2024, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.