পশ্চিমবঙ্গ

west bengal

Elephant Enters Locality: রাতভর বিয়েবাড়ি, সবজি বাজারে দাপিয়ে বেড়াল দাঁতাল

By

Published : May 4, 2022, 4:41 PM IST

Elephant Entered Locality news
বাঁকুড়ায় লোকালয়ে হাতি

রাতভর কখনও বিয়ে বাড়ি আবার কখনও স্থানীয় সবজি বাজারে দাপিয়ে বেড়াল একটি দাঁতাল (Elephant Enters Locality) ৷ ঘটনাটি বাঁকুড়ার গঙ্গাজলঘাটির ৷ হাতি তাড়াতে খবর দেওয়া হয় বন দফতরে ৷

বাঁকুড়া, 4 মে : মঙ্গলবার রাত ন'টা নাগাদ একটি দাঁতাল জঙ্গল ছেড়ে চলে এসেছিল বাঁকুড়ার গঙ্গাজলঘাটি বাজারে (Elephant Enters Locality)। তারপর সারা রাত কখনও স্থানীয় একটি বিয়ে বাড়িতে আবার কখনও স্থানীয় সবজি বাজারে দাপিয়ে বেড়াল হাতিটি । পরে বন দফতর ও এলাকাবাসীর তাড়া খেয়ে হাতিটি পার্শ্ববর্তী জঙ্গলে চলে যায় । এই ঘটনার জেরে রাতটা হাতির আতঙ্কে কাটল গঙ্গাজলঘাটি এলাকার মানুষের ।

বাঁকুড়া জেলায় এমনিতেই প্রবল গরম ৷ গত প্রায় একমাস ধরে একপ্রকার বিনিদ্রায় রাত কেটছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকার মানুষের । কালবৈশাখীর জেরে সম্প্রতি গরমের দাবদাহ কিছুটা কমলেও এবার ঘুম ওড়াল হাতির আতঙ্ক । স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত 9 টা নাগাদ গ্রাম পার্শ্ববর্তী জঙ্গল থেকে একটি হাতি আচমকাই খাবারের খোঁজে ঢুকে পড়ে । প্রথমেই হাতিটি একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করে ৷ তখনই আতঙ্কে গ্রাম জুড়ে ছোটাছুটি শুরু হয়ে যায় ।

আরও পড়ুন :বুনো হাতির তাণ্ডবে ভাঙল ঘরবাড়ি, অল্পের জন্য প্রাণরক্ষা তিন পরিবারের

পরে এলাকার মানুষের তাড়া খেয়ে সবজি বাজারের দিকে চলে যায় হাতিটি । সেখানে পরপর দুটি দোকানে ভাঙচুর চালিয়ে দোকানে রাখা সবজি সাবাড় করে । হাতি তাড়াতে এলাকার মানুষ বারবার বন দফতরকে তলব করলেও বনকর্মীরা অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছায় বলে অভিযোগ । পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে বনকর্মীরা হাতিটিকে পার্শ্ববর্তী জঙ্গলে পাঠালে এলাকায় স্বস্তি ফেরে । যদিও হাতির এই হানা নিয়ে এদিন মুখ খুলতে চায়নি বন দফতর ।

ABOUT THE AUTHOR

...view details