পশ্চিমবঙ্গ

west bengal

Children drown in Torsa : তোর্সায় তলিয়ে গেল একই পরিবারের দুই নাবালিকা

By

Published : Oct 20, 2021, 6:55 PM IST

Updated : Oct 21, 2021, 7:16 PM IST

Torsha Child Death
জয়গাঁর তোর্ষায় তলিয়ে গেল একই পরিবারের দুই শিশু

বুধবার দুপুর নাগাদ দুই নাবালিকা তোর্সা নদীর ধারে শৌচকর্ম করতে যায়। আচমকা পাড় ভাঙার ফলে দু'জনেই নদীতে তলিয়ে যায় । প্রত‍্যক্ষদর্শীরা তাদের বাঁচানোর জন‍্য প্রাণপণ চেষ্টা করেও শেষমেশ ব্যর্থ হয় ৷ তোর্সার প্রবল স্রোত দুই নাবালিকাকে ভাসিয়ে নিয়ে যায় ।

আলিপুরদুয়ার, 20 অক্টোবর : ভারত-ভুটান সীমান্ত লাগোয়া জয়গাঁর তোর্সা নদীতে ভেসে গেল এক পরিবারের দুই কন‍্যাসন্তান। বুধবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে জয়গাঁ এক নম্বর গ্ৰাম পঞ্চায়েতে ৷ সেখানকার ছোটো মেচিয়াবস্তি এলাকার বাসিন্দা সফিক আনসারির দুই কন‍্যা ৷ যার মধ্যে একজনের বয়স 8, অপরজনের বয়স 10।

এদিন দুপুর নাগাদ দুই নাবালিকা তোর্সা নদীর ধারে শৌচকর্ম করতে যায়। আচমকা পাড় ভাঙার ফলে দু'জনেই নদীতে তলিয়ে যায় । প্রত‍্যক্ষদর্শীরা শিশু দুটিকে বাঁচানোর জন‍্য প্রাণপণ চেষ্টা করেও শেষমেশ ব্যর্থ হয় ৷ তোর্সার প্রবল স্রোত দুই শিশুকে ভাসিয়ে নিয়ে যায় । ঘটনাস্থলে পৌঁছয় জয়গাঁ থানার পুলিশ । প্রবল স্রোতের কারণে এখনও পর্যন্ত দুই শিশুর উদ্ধারকাজ থমকে রয়েছে। ভুটান পাহাড়ে তিনদিন ধরে লাগাতার বৃষ্টির ফলে তোর্সা নদীতে জারি করা হয়েছে হলুদ সংকেত ৷

আরও পড়ুন : তোর্সায় উদ্ধার পূর্ণবয়স্ক গন্ডারের মৃতদেহ, শিং অক্ষত

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা । তিনি জানান, প্রশাসন তলিয়ে যাওয়া দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে । তিনি লাগাতার জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তোর্ষার গ্রাসে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব এদের ক্ষতিপূরণের সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ৷

Last Updated :Oct 21, 2021, 7:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details