পশ্চিমবঙ্গ

west bengal

Tokyo Olympics : রিকার্ডো ব্রাউনকে হারিয়ে বক্সিংয়ে প্রি-কোয়ার্টারে সতীশ কুমার

By

Published : Jul 29, 2021, 9:16 AM IST

Updated : Jul 29, 2021, 9:52 AM IST

91 কেজি বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন বক্সার সতীশ কুমার ৷

Boxer Satish Kumar
Boxer Satish Kumar

টোকিয়ো, 29 জুলাই : নিজের অভিষেক অলিম্পিকসের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন ভারতীয় বক্সার সতীশ কুমার ৷ 91 কেজি বিভাগে নিজের ওপেনিং বাউটে হারালেন জামাইকান প্রতিযোগী রিকার্ডো ব্রাউনকে ৷

দুই অভিষেককারীর যুদ্ধে সতীশ 4-1 ব্যবধানে ম্যাচ জিতে নেন ৷ ব্রাউনের খারাপ ফুট ওয়ার্কের সুযোগ নেনে দু’বার এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী সতীশ ৷

আরও পড়ুন : Tokyo Olympic : দুই বারের কোরিয়ান সোনা জয়ীকে হারিয়ে প্রি-কোয়ার্টারে অতনু

পরবর্তী রাউন্ডে সতীশের প্রতিপক্ষ বর্তমান বিশ্ব ও এশিয়ান চ্যাম্পিয়ন উজবেকিস্তানের বাখোদির জালোলোভ ৷ শেষ ষোলোর বাউটে আজারবাইজানের মহম্মদ আব্দুল্লায়েভকে 5-0 ব্যবধানে হারান জালোলোভ ৷ 2018 সালের কমনওয়েলথ গেমসে রুপো জেতেন সতীশ কুমার ৷

Last Updated : Jul 29, 2021, 9:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details