পশ্চিমবঙ্গ

west bengal

French Open 2022 : ফ্রেঞ্চ ওপেনে মহিলাদের ডবলসে তৃতীয় রাউন্ডে হার সানিয়া-লুসি জুটির

By

Published : Jun 1, 2022, 2:16 PM IST

মার্কিন জুটির কাছে হেরে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে মহিলাদের ডবলস থেকে বিদায় সানিয়া মির্জা এবং লুসি হারাডেকার (Sania Mirza and Lucie Hradecka Lost in French Open 2022 Womens Doubles) ৷ 4-6, 3-6 স্ট্রেট সেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন ভারতীয় টেনিস তারকা ৷

Sania Mirza and Lucie Hradecka Lost in French Open 2022 Womens Doubles
Sania Mirza and Lucie Hradecka Lost in French Open 2022 Womens Doubles

প্যারিস, 1 জুন : ফ্রেঞ্চ ওপেনে মহিলাদের ডবলসে বিদায় নিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza and Lucie Hradecka Lost in French Open 2022 Womens Doubles) ৷ তৃতীয় রাউন্ডে ইন্দো-চেক জুটি সানিয়া মির্জা এবং লুসি হারাডেকা মার্কিন জুটি কোকো গফ এবং জেসিকা পেগুলার বিরুদ্ধে স্ট্রেট সেটে হারেন ৷ এ দিন ম্যাচের শুরুতেই সানিয়া-লুসি জুটিকে পিছনে ফেলে দেন মার্কিন টেনিস খেলোয়াড়রা ৷ প্রথম সেটের শুরুতেই 0-3 লিড নেয় মার্কিন জুটি ৷ এর পর ম্যাচে ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হন তাঁরা ৷

প্রথম সেট 4-6 গেমে হারেন সানিয়া মির্জা এবং লুসি হারাডেকা ৷ কিন্তু, তার আগে কঠিন লড়াইয়ে ফেলে দেন মার্কিন জুটিকে ৷ একটা সময় প্রথম সেটে 4-5 ফলে এসে দাঁড়ায় ৷ সেখান থেকে প্রথম সেটের শেষ গেম জিতে নেন কোকো গফ এবং জেসিকা পেগুলা ৷

আরও পড়ুন : French Open 2022 : নোভাককে হারিয়ে রোঁলা গারোর সেমিতে ক্লে কোর্টের সম্রাট

দ্বিতীয় সেটে দারুণভাবে ফিরে আসেন সানিয়ারা ৷ 2-0 গেমে দ্বিতীয় সেটে এগিয়ে যান তাঁরা ৷ কিন্তু, সেখান থেকে আবারও ম্যাচে ফিরে আসেন মার্কিন জুটি কোকো এবং জেসিকা ৷ একটা সময় 3-3 গেমে এসে দাঁড়ায় স্কোর বোর্ড ৷ তার পর আর ম্যাচে ফিরতে পারেননি সানিয়া মির্জারা ৷ 3-6 গেমে দ্বিতীয় সেট হেরে ফ্রেঞ্চ ওপেনে (French Open 2022) মহিলাদের ডবলস থেকে বিদায় নেন সানিয়া এবং লুসি ৷

ABOUT THE AUTHOR

...view details