পশ্চিমবঙ্গ

west bengal

Malaysia Masters: ফের তাই জু হার্ডলসে পা হড়কালেন সিন্ধু, বিদায় মালয়েশিয়া মাস্টার্স থেকে

By

Published : Jul 9, 2022, 8:02 AM IST

গত সপ্তাহে মালয়েশিয়া ওপেনের পর শুক্রবার মালয়েশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে তাইওয়ানের শাটলারের কাছে হেরে বিদায় নিলেন (PV Sindhu falls at Tai Tzu hurdle again at Malaysia Masters)। তিন গেমের লড়াইয়ে সিন্ধুর বিরুদ্ধে ম্যাচের ফল 13-21, 21-12, 12-21 ।

Malaysia Masters
ফের তাই জু হার্ডলসে পা হড়কালেন সিন্ধু

কুয়ালা লামপুর, 9 জুলাই: তাই জু জিং । পিভি সিন্ধুর কেরিয়ারে নামটা অনেকটা নেমেসিসের মতো । গতবছর টোকিয়ো অলিম্পিক্সের সেমিফাইনালে এই তাইওয়ান প্রতিদ্বন্দ্বীর কাছে হেরেই টানা দ্বিতীয়বার ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতীয় শাটলারের । এছাড়াও কেরিয়ারে বিভিন্ন সময় তাই জু-কে সামনে দেখেই হাঁটু কেঁপে গিয়েছে সিন্ধুর । গত সপ্তাহে মালয়েশিয়া ওপেনের পর শুক্রবার মালয়েশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে তাইওয়ানের শাটলারের কাছে হেরে বিদায় নিলেন (PV Sindhu falls at Tai Tzu hurdle again at Malaysia Masters) ভারতীয় শাটলার। তিন গেমের লড়াইয়ে সিন্ধুর বিরুদ্ধে ম্যাচের ফল 13-21, 21-12, 12-21 ।

এই নিয়ে কেরিয়ারে 17বার তাই জু কাঁটায় পা কাটল হায়দরাবাদির । এর মধ্যে শেষ সাতবারের সাক্ষাতে একবারও তাইওয়ানের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয় হাসিল করতে ব্যর্থ জোড়া অলিম্পিক্স পদকজয়ী । বিশ্বের দু'নম্বর তাই জু এদিন শুরু থেকেই চাপ বজায় রাখেন সপ্তম বাছাই সিন্ধুর উপর । প্রথম গেমে 10-9 এগিয়ে থাকা অবস্থায় মুহূর্তে ব্যবধান 15-9 বাড়িয়ে নেন টোকিয়োয় রুপোজয়ী তাই জু । এরপর প্রথম গেমে সিন্ধুর পক্ষে ফিরে আসা আর সম্ভব ছিল না । 13-21 ব্যবধানে প্রথম গেমে আত্মসমর্পণ করেন ভারতীয় শাটলার ।

আরও পড়ুন:অষ্টমবার উইম্বলডন ফাইনালে পৌঁছে ফেডেরারকে টপকালেন জকোভিচ

যদিও দ্বিতীয় গেমে পালটা দেন সিন্ধু । 21-12 ব্যবধানে দ্বিতীয় গেম জিতে শেষ আটের লড়াই নির্ণায়ক গেমে নিয়ে যান তিনি । তবে তৃতীয় গেমে ফের করুণ আত্মসমর্পণে সুপার 500 এই প্রতিযোগিতা থেকে বিদায় নিশ্চিত হয় সিন্ধুর । সিন্ধু হারলেও জাপানি প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে পুরুষ সিঙ্গলসে শেষ চার নিশ্চিত করেছেন এইচ এস প্রণয় । কান্তা সুনেয়ামার বিরুদ্ধে প্রণয় স্ট্রেট গেমে (25-23, 22-20) জয় নিশ্চিত করেন ভারতীয় এই শাটলার ।

ABOUT THE AUTHOR

...view details