পশ্চিমবঙ্গ

west bengal

চার গোল খেয়ে ঘরের মাঠে হার বাগান শিবিরের, ফেরান্দোর নামে গো-ব্যাক ধ্বনি যুবভারতীতে

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 10:30 PM IST

চার গোল খেয়ে ঘরের মাঠে হার বাগান শিবিরের
ISL 2023-24

ISL 2023-24: টানা দ্বিতীয় ম্যাচে হারল বাগান শিবির। পূরণ হল না শীর্ষে ওঠার স্বপ্নও। 9 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল গোয়া। সমান ম্যাচে 19 পয়েন্ট নিয়ে চারে নেমে গেল মোহনবাগান। মোহনবাগানের হয়ে এক গোল পেত্রাতোসের ৷ আর গোয়ার গোলদাতা নোয়া-2, ভিক্টর, মার্তিনেস একটি করে ৷

কলকাতা, 23 ডিসেম্বর:জয়ের অশ্বমেধ ঘোড়া আগেই থেমেছিল। এবার তা আরও একবার মুখ থুবড়ে পড়ল। সেটা ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে। শনিবার এফসি গোয়ার বিরুদ্ধে 1-4 গোলে পরাজিত মোহনবাগান সুপার জায়ান্ট। নোয়া সাদায়ই জোড়া গোলের পাশে ভিক্টর রডরিগেজ, কার্লোস রডরিগেজ গোল করে গোয়ার জয়ে বড় ভূমিকা নিলেন। মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে ব্যবধান কমান দিমিত্রি পেত্রাতোস। পরপর দুই ম্যাচে হার ফেরান্দোর নামে গো-ব্যাক ধ্বনি উঠল যুবভারতী ক্রীড়াঙ্গনে।

কার্ড সমস্যা এবং চোট আঘাতে জর্জরিত দলে প্রথম একাদশ নামানোই ছিল জুয়ান ফেরান্দোর চ্যালেঞ্জ। বিশেষ করে হামিলের পাশে দীপক টাংরি এবং সুমিত রাঠিরা রক্ষণের হাল বুঝতেই ব্যর্থ। জুয়ান ফেরান্দো শনিবার পেত্রাতোস, সাদিকু, কামিংসকে একসঙ্গে ব্যবহার করলেন। অথচ কোনও অদৃশ্য কারণে হুগো বুমোসকে ডাগ আউটে রাখলেন। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স এই কৌশলে তিনি না-আক্রমণে ঝাঁজ বাড়ালেন। তবে, রক্ষণের বোঝাপড়া ঠিক করতে পারলেন না।

ফলে এফসি গোয়া ম্যাচের রাশ প্রথম থেকেই নিয়ন্ত্রণ তুলে নেয়। বিশেষ করে উদান্ত সিং,নোয়া সাদায়ই দুই প্রান্ত ধরে আক্রমণের ঝড় তুলে সবুজ-মেরুন রক্ষনকে নিয়ে ছেলেখেলা করলেন। 10 মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল এফসি গোয়ার। ওদাই ওনাইনদিয়াসের শট বক্সের মধ্যে মনবীর সিংয়ের হাতে লাগলে পেনাল্টি পায় গোয়া। গোল করতে ভুল করেননি নোয়া সাদায়ই। প্রথম গোলের ধাক্কার পরে খেলা থেকে হারিয়ে যায় সবুজ-মেরুন ফুটবলাররা। মাঝমাঠে খেলা তৈরি করার লোক নেই।

ফলে পেত্রাতোস, সাদিকু, কামিংসরা বলের জোগান পেলেন না। অগোছালো প্রতিপক্ষকে পেয়ে চাপ বাড়াতে থাকে গোয়া। 41 মিনিটে ম্যাকহিউয়ের পাস থেকে গোয়ার দ্বিতীয় গোল করে যান ভিক্টর রডরিগেজ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান 3-0 করেন নোয়া সাদায়ই। বিরতির আগে দুরন্ত ফ্রিকিকে ব্যবধান কমান পেত্রাতোস। দ্বিতীয়ার্ধে একই রকম এফসি গোয়া ম্যাচের নিয়ন্ত্রক। এই সময় হুগো বুমোস-সহ পাঁচ পরিবর্তন করেন জুয়ান ফেরান্দো।

কিন্তু সমস্যা যখন আসে তখন দল বেঁধে আসে। 72 মিনিটে চোট পেয়ে বেরিয়ে যান ব্র্যান্ডন হামিল। ফলে বাকি সময় দশজনে খেলতে হয়। ম্যাচের অতিরিক্ত সময়ে অনিরুদ্ধ থাপা বক্সের মধ্যে ফাউল করলে ফের পেনাল্টি পায় গোয়া। দলের চার নম্বর গোলটি করেন কার্লোস রডরিগেজ। মুম্বই সিটি এফসি ম্যাচে হারের ধাক্কা আরও জোরালো ভাবে এফসি গোয়া ম্যাচে আছড়ে পড়ল। চোট-আঘাত, কার্ড সমস্যা এবং পরিকল্পনার অভাব। এই পরাজয়ে মোহনবাগান সুপার জায়ান্ট নয় নম্বর ম্যাচে আটকে রইল 19 পয়েন্টে। এফসি গোয়া সমসংখ্যক ম্যাচে 23 পয়েন্টে পৌঁছে গেল।

আরও পড়ুন:

  1. 90 বছরের প্রাচীন কুলদাকান্ত শিল্ড ঘরে এল ইস্টবেঙ্গলের
  2. ঘরের মাঠে দুর্গ রক্ষা লাল-হলুদের, গোলশূন্য শেষ হল ওড়িশা-ইস্টবেঙ্গল লড়াই
  3. রক্ষণ সাজানোর কঠিন চ্যালেঞ্জ সামলে তিন পয়েন্টে চোখ ফেরান্দোর

ABOUT THE AUTHOR

...view details