পশ্চিমবঙ্গ

west bengal

Women's Asian Champions Trophy: চক দে ইন্ডিয়া! জাপানকে 4-0 হারিয়ে খেতাব জয় ভারতের মেয়েদের

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 9:47 AM IST

India Beat Japan 4-0 in Women's Asian Champions Trophy: একদিকে ইডেনে চক দে ইন্ডিয়া ৷ অন্যদিকে হকিতে মেয়েদের চক দে ইন্ডিয়া ৷ ক্রিকেট বিশ্বকাপের ভরা বাজারেই মহিলা হকিতে বড়সড় সাফল্য পেল ভারতীয় দল। জাপানকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেরার শিরোপা নিশ্চিত করল ভারতের মহিলা দল।

সৌঃ টুইটার
Womens Asian Champions Trophy

রাঁচি, 6 নভেম্বর:রবিবার ইডেন গার্ডেন্সে ক্রিকেট টিমের 'বিরাট-জয়ে' ভারতবাসীর আনন্দের শেষ নেই । তার মধ্য়ে আরও এক ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতল ৷ গতকাল রাঁচিতে অনুষ্ঠিত হওয়া মহিলাদের হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জাপানকে 4-0 গোলে মাত দিলেন সঙ্গীতারা ৷ ম্যাচে প্রথম থেকে শেষ পর্যন্ত আধিপত্য রেখেই খেতাব জিতেছে ভারত। ফাইনালে তারা জাপানকে হারিয়ে দিয়েছে 4-0 গোলে। প্রসঙ্গত, গতবারের চ্যাম্পিয়ন দল ছিল জাপান। ফলে গতবারের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে জিতেই সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে ভারতীয় মহিলা হকি দল।

এর আগে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোরিয়ার বিরুদ্ধে 5-0 গোলের বড় জয় পেয়েছিল ভারত। সেখান থেকেই প্রতিপক্ষ তথা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপানের বিরুদ্ধে গতকাল ফাইনালে নামে ৷ এ দিন ম‌্যাচের প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। দ্বিতীয় কোয়ার্টার শুরুর পরপর লিড নেয় ভারতীয় দল। ম্যাচের 17 মিনিটে গোল করে ভারতীয় দলকে এগিয়ে দেন স্থানীয় খেলোয়াড় সঙ্গীতা কুমারি। এ দিন স্টেডিয়ামে দর্শকদের প্রবেশাধিকার ছিল অবাধ। বিকেল চারটের সময়ে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হয় দর্শকদের জন্য‌।

ভারত প্রথমেই এগিয়ে যাওয়ায় গোটা স্টেডিয়ামকে বাঁধ ভাঙা উচ্ছাসে ভাসতে দেখা যায়। ম্যাচে 46তম মিনিটে ভারতের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন নেহা গোয়েল। 57 মিনিটে লালরেমসিয়ামি ভারতের হয়ে তৃতীয় গোলটি করেন। 60তম মিনিটে ভারতের হয়ে চতুর্থ গোল করেন বন্দনা কাটারিয়া। ভারতীয় মহিলা হকি দলের এটি দ্বিতীয় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয়। এর আগে তারা 2016 সালে এই খেতাব জিতেছিল। 2022 এর ডিসেম্বরের পরে এটি আবার ভারতীয় মহিলা হকি দলের প্রথম শিরোপা জয়। ফলে স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা কোচ থেকে খেলোয়াড় সকলেই।

আরও পড়ুন:'কখনও সচিন হতে পারব না', ছেলেবেলার হিরোর সর্বকালীন নজির ছুঁয়েও মাটিতে পা বিরাটের

ABOUT THE AUTHOR

...view details