পশ্চিমবঙ্গ

west bengal

FIFA World Cup 2022: সাদিয়ো মানেকে ছাড়াই ডাচদের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযানে সেনেগাল

By

Published : Nov 21, 2022, 11:36 AM IST

FIFA World Cup 2022 Senegal vs Netherlands Match Preview
FIFA World Cup 2022 Senegal vs Netherlands Match Preview

সেনেগালের তারকা স্ট্রাইকার সাদিয়ো মানে (Sadio Mena) চোটের জন্য নেই বিশ্বকাপে (FIFA World Cup 2022) ৷ তাই লুইস ভান গালের নেদারল্যান্ডসের বিরুদ্ধে মানেকে ছাড়াই পরিকল্পনা সাজাচ্ছে সেনেগাল (Senegal vs Netherlands) কোচ আলিওউ সিজেস ৷

দোহা, 21 নভেম্বর: আজ ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022) দ্বিতীয় দিনে মুখোমুখি হচ্ছে সেনাগাল এবং নেদারল্যান্ডস (Senegal vs Netherlands) ৷ ম্যাচ শুরুর আগেই ধাক্কা খেয়েছে সেনেগাল ৷ ব্যালন ডি’অরে মনোনীত হওয়া বায়ার্ন মিউনিখ ফরওয়ার্ড সাদিয়ো মানে (Sadio Mena) চোটের জন্য ছিটকে গিয়েছেন ৷ চলতি মাসের শুরুর দিকে বুন্দেশলিগায় ওয়েডের বেরমেনের বিরুদ্ধে খেলার সময় চোট পান তিনি ৷ ফলে বিশ্বকাপের মঞ্চ থেকেও সরে যান ৷

প্রসঙ্গত, প্রথমে সাদিয়ো মানেকে রেখেই বিশ্বকাপের প্রাথমিক দল গঠন করেছিলেন কোচ আলিওউ সিজেস ৷ মনে করা হয়েছিল মানে প্রথম দু’টি ম্যাচের পর দলের প্লেয়িং ইলেভেনে ঢুকে পড়বেন ৷ কিন্তু, দু’দিন আগে সেনেগাল ফুটবল ফেডেরেশন জানিয়ে দেয়, সাদিয়ো মানের এমআরআই রিপোর্ট খুব ভালো না ৷ ফলে তাঁকে কাতার বিশ্বকাপের মঞ্চে পাচ্ছে না দল ৷ প্রসঙ্গত, সেনেগালের প্রথমবার আফ্রিকা কাপ অফ ন্যাশনস ট্রফি জেতার পিছনে বড় ভূমিকা ছিল সাদিয়ো মানের ৷ অন্যদিকে, সেনেগালের বর্তমান স্কোয়াডের জাতীয় দলের হয়ে দুই সংখ্যার গোল রয়েছে একমাত্র ইসমালিয়া সার এবং ফামারা দাইধিওউর ৷ তাঁরা দু’জনেই সেনেগালের হয়ে 10টি করে গোল করেছেন ৷

সেনেগাল তাদের শেষ 8টি ম্যাচের মধ্যে 6টিতে কোনও গোল হজম করেনি ৷ আর তাই গ্রুপ-এ থেকে নেদারল্যান্ডসের পর প্রি-কোয়ার্টারে যাওয়ার অন্যতম দাবিদার সেনেগাল ৷ তবে, সাদিয়ো মানের ছিটকে যাওয়া কোচ সিজেসের অনেক পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে ৷ অন্যদিকে, সেনেগালের বিপক্ষে আজ রয়েছে লুইস ভান গালের নেদারল্যান্ডস ৷ 2010 বিশ্বকাপের ফাইনালিস্ট নেদারল্যান্ডসকে ইউয়েফা ন্যাশনস লিগ ফাইনালে তোলার পিছনে বড় অবদান রয়েছে ডাচ কোচের ৷ প্রসঙ্গত, স্যার অ্যালেক্স ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দায়িত্ব ছাড়ার পর 2 বছরের জন্য রেড ডেভিলদের ম্যানেজার ছিলেন ভান গাল ৷

আরও পড়ুন:প্রথম ম্যাচে আয়োজক দেশকে হারিয়ে ইতিহাসে ইকুয়েডর

তবে, 2010 ও 2014 বিশ্বকাপের নেদারল্যান্ডস দল এখন আর নেই ৷ 2018 সালে রাশিয়া বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি ভান গালের দল ৷ তবে, বিশ্বকাপের অন্যতম সেরা দল হিসেবে মাঠে নামলেও কখনই বিশ্বজয়ীর তকমা নিজেদের নামের সঙ্গে জুড়তে পারেনি ডাচরা ৷ 2010 সালে জার্মানি বিশ্বকাপে ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে গোল খেয়ে 1-0 হারতে হয় ডাচদের ৷ এবার গ্রুপ-এ থেকে পরের রাউন্ডে নেদারল্যান্ডস কোয়ালিফাই করবে ধরে নিয়েই এগোচ্ছেন ডাচ সমর্থকরা ৷

ABOUT THE AUTHOR

...view details