ETV Bharat / sports

FIFA World Cup 2022: প্রথম ম্যাচে আয়োজক দেশকে হারিয়ে ইতিহাসে ইকুয়েডর

author img

By

Published : Nov 21, 2022, 6:40 AM IST

Updated : Nov 21, 2022, 3:57 PM IST

Etv Bharat
Etv Bharat

কার্যত ইতিহাস গড়ে ফেলল ইকুয়েডর। বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনও আয়োজক দেশ প্রথম ম্যাচে হারেনি। তবে কাতারে সেটাই হল। কাতারকে প্রথম ম্যাচে 2-0 গোলে হারাল ভ্যালেন্সিয়ার ইকুয়েডর (Ecuador Scripted History by Beating Qatar)।

দোহা, 21 নভেম্বর: সবচেয়ে দামি বিশ্বকাপের ঢাকে কাঠি। কাতারে শুরু ফুটবলের 'গ্রেটেষ্ট শো অন দ্য আর্থ' (The Greatest Show on Earth)। আয়োজনে ত্রুটি নেই শাসক শেখ মহম্মদ বিন রশিদ আলমাখতুমের দেশের। প্রথমে গানের অনুষ্ঠান। তারপর কাতারের বিশেষভাবে সক্ষম ঘানেম আল- মুফতাহকে নিয়ে মঞ্চে প্রবেশ হলিউডের অভিনেতা মর্গ্যান ফ্রিম্যানের (Morgan Freeman )। তাঁর গলায় শোনা গেল বিশ্বকাপে ঐক্যের বার্তা। গাইলেন কোরিয় ব্যান্ড বিটিএসের প্রধান জান কুক (Jung Kook)। তার সঙ্গেই শোনা গেল কাতারের গায়ক ফাহাদ আল কুবায়সির গানও। ফিরে এল আগের বিশ্বকাপের থিম সংগুলো। শোনা গেল 1998 সালে রিকি মার্টিনের গাওয়া ওলে ওলে, 2010 সালে শাকিরার (Shakira) গাওয়া ওয়াকা ওয়াকা। পাশাপাশি এর আগের সব বিশ্বকাপের ম্যাসকটও হাজির হল মঞ্চে ।

প্রথম ম্যাচেই কার্যত ইতিহাস গড়ে ফেলল ইকুয়েডর। বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনও আয়োজক দেশ প্রথম ম্যাচে হারেনি। তবে কাতারে সেটাই হল। রবিবার রাতে কাতারকে প্রথম ম্যাচে 2-0 গোলে হারাল ভ্যালেন্সিয়ার ইকুয়েডর। দুই গোল একাই করলেন তারকা স্ট্রাইকার। বিশ্বকাপের মত মঞ্চে প্রথম ম্যাচেই 2 গোল দিয়ে নায়ক তিনি (Ecuador Scripted History by Beating Qatar)। ম্যাচের শুরু থেকেই ম্যাচে নিজেদের আধিপত্য বিস্তার করে দক্ষিণ আমেরিকার দল। প্রেসিং ফুটবলে গোল তুলে নেওয়ার চেষ্টা করছিল তারা। তিন মিনিটের মধ্যেই এগিয়ে গিয়েছিল ইকুয়েডর। তবে অফ সাইডের কারণে ভিএআর-এর সাহায্য নিয়ে সেই গোল বাতিল করে দেওয়া হয়।

আরও পড়ুন: বিশ্বকাপের উদ্বোধনীতে মুখোমুখি দুই ‘নিঃশব্দ ঘাতক’

যদিও গোল পেতে খুব বেশি দেরি হয়নি ইকুয়েডরের। 16 মিনিটে ভ্যালেন্সিয়ার গোলে এগিয়ে যায় ইকুয়েডর। পেনাল্টি থেকে গোল করেন অধিনায়ক। তাঁকে পেনাল্টি বক্সের মধ্যে ফেলে দেন কাতারের গোলরক্ষক সাদ আল সীব। হলুদ কার্ডও দেখেতে হয় তাঁকে। পেনাল্টি থেকে কাতার বিশ্বকাপের প্রথম গোল করতে ভুল করেননি ভ্যালেন্সিয়া । 31 মিনিটে দ্বিতীয় গোল করেন সেই ভ্যালেন্সিয়াই। এবারের গোল যদিও দলগত আক্রমণের ফসল। ডানদিক থেকে রাইটব্যাক অ্যাঞ্জেলো প্রেসিয়াদোর ক্রস থেকে বিনা বাধায় হেড করে যান ভ্যালেন্সিয়া। শেষদিকে সমতা ফেরাধোর চেষ্টা করে কাতার। কিছুটা সুযোগও পেয়েছিল আয়োজক দেশ । তবে কাঙ্খিত গোল আসেনি।

কাতার কথা দিয়েছে যে 2022 ফিফা বিশ্বকাপ তারা স্মরণীয় করে রাখবে। উদাহরণস্বরূপ আজ কাতার বনাম ইকুয়েডরের উদ্বোধনী ম্যাচে আল বাইত স্টেডিয়ামের প্রতিটি সিটে একটি করে গিফট ব্যাগ দেওয়া হয়েছে। সেখানে অন্য জিনিসের সঙ্গেই আছে এক বোতল ওউড (আতর) । আয়োজকদের দাবি এটি কাতারের ইতিহাসের কথা মনে করিয়ে দেবে সমগ্র বিশ্বকে। আর সেই ভাবনার সঙ্গে সঙ্গতি রাখল প্রথম ম্যাচের ফলাফলও ।

Last Updated :Nov 21, 2022, 3:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.