পশ্চিমবঙ্গ

west bengal

Maradona Hand of God: নিলামে উঠছে ঈশ্বরের হাতের 'ছোঁয়া' পাওয়া সেই বল, কত দামে বিকোতে পারে ?

By

Published : Oct 14, 2022, 7:54 PM IST

বিতর্কিত মারাদোনার (Diego Maradona) ওই গোলেই 1986 সালের বিশ্বকাপ সেমিফাইনালের দরজা খুলে গিয়েছিল নীল-সাদা জার্সিধারীদের সামনে । আগামী মাসে অনলাইনে বিকোবে হ্যান্ড অফ গড'এর ওই বল (Diego Maradona Hand of God ball) । কাতার বিশ্বকাপের একটি বিশেষ অনুষ্ঠানে 16 নভেম্বর থেকে বিডিং শুরু হবে (Hand of God ball goes under hammer) ।

Diego Maradona
দিয়েগো মারাদোনা

লন্ডন, 14 অক্টোবর: নিলামে উঠছে দিয়েগো মারাদোনার (Diego Maradona) ‘হ্যান্ড অফ গড’ (Hand of God) গোলের সেই বল । ফুটবল ঈশ্বরের বাঁ-হাত ছুইয়ে ওই বল পরাস্ত করেছিল পিটার শিল্টনকে । বিতর্কিত ওই গোলেই 1986 সালের বিশ্বকাপ সেমিফাইনালের দরজা খুলে গিয়েছিল নীল-সাদা জার্সিধারীদের সামনে । ঘটনার 36 বছর পরে ওই বলই নিলামে উঠছে (Diego Maradona Hand of God ball) ।

আগামী মাসে অনলাইনে বিকোবে 'হ্যান্ড অফ গড'এর ওই বল । কাতার বিশ্বকাপের একটি বিশেষ অনুষ্ঠানে 16 নভেম্বর থেকে বিডিং শুরু হবে । তবে সম্ভাব্য ক্রেতারা 28 অক্টোবর থেকেই অনলাইনে নিলামে নিজেদের নাম নথিভুক্ত করতে পারে । লন্ডন-ভিত্তিক সংস্থা গ্রাহাম বাড নিলাম ঘর এক বিবৃতিতে জানিয়েছে, 2.5-3 মিলিয়ন ইউরো পর্যন্ত দাম উঠতে পারে । ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় 24 কোটি 3 লক্ষ 15 হাজার টাকা (Hand of God ball goes under hammer) ।

এই মুহূর্তে বলটি রয়েছে তিউনিশিয়ার রেফারি আলি বিন নাসেরের কাছে । আর্জেন্তিনা বনাম ইংল্যান্ডের ওই ম্যাচে বিতর্কিত গোলের বাঁশি তিনিই চালিয়েছিলেন । নাসের বলেন, ''এই বলটা ইতিহাসের অন্যতম অংশ । এটিকে সারা বিশ্বের সঙ্গে ভাগ করে নেওয়ার এটাই সেরা সময় ।" ।

আরও পড়ুন: নিলামে উঠছে 'হ্যান্ড অফ গড' জার্সি, কত দামে বিকোতে পারে ?

কয়েকদিন আগেই হাতবদল হয়েছে মারাদোনার 'হ্যান্ড অফ গড'-এর জার্সি । নিলামে রেকর্ড গড়ে প্রায় 68 কোটি টাকায় বিক্রি হয়েছে ওই জার্সি । উল্লেখ্য, ওই গোলের পর ফুটবলের রাজপুত্র জানিয়েছিলেন, "শুধু হাতই নয়, বলে খানিকটা মাথাও ছুঁয়েছিলেন তিনি ।" তবে শুধু ওই গোলই নয়, ওই ম্যাচে গোটা ইংল্যান্ড দলকে নিজেদের অর্ধে টেনে নিয়ে গিয়ে আরেকবার বিপক্ষের জালে বল জড়িয়েছিলেন তিনি । 2002 সালে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ওই গোলকে 'শতাব্দীর সেরা গোল' আখ্যা দিয়েছিল ।

ABOUT THE AUTHOR

...view details