পশ্চিমবঙ্গ

west bengal

তিন ম্যাচ জিতে ডুরান্ড সেমিফাইনালে মোহনবাগান

By

Published : Aug 18, 2019, 8:36 AM IST

ডুরান্ড কাপের গ্রুপ লিগের শেষ ম্যাচে ইন্ডিয়ান নেভিকে 1-0 গোলে হারাল মোহনবাগান ৷ নজর কাড়লেন শুভ ঘোষ ।

মোহনবাগান

কলকাতা, 18 অগাস্ট : সেমিফাইনালের আগে দলের রিজ়ার্ভ বেঞ্চকে দেখে নিতে চেয়েছিলেন কিবু ভিকুনা । ডুরান্ড কাপের গ্রুপ লিগের শেষ ম্যাচ৷ তার উপর শেষ চারে জায়গা পাকা । তাই প্রথম একাদশে সাতটি বদল করেছিলেন । বদলের হাওয়ায় মোহনবাগান অনেকটাই তরতাজা । 90 মিনিটের শেষে স্কোরবোর্ড মোহনবাগানের পক্ষে 1-0 । 56 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ফ্রান্সিসকো গঞ্জ়ালেস ।

ISL ছেড়ে ফের আই লিগের দলে দেবজিৎ মজুমদার । ATK থেকে ফের মোহনবাগানে আসার পর প্রথমবার সবুজ-মেরুন জার্সিতে নামলেন । হরিকৃষ্ণর একটি জোরালো শট বাঁচানো ছাড়া নেভির বিরুদ্ধে তেমন পরীক্ষার সামনে পড়তে হয়নি । নতুন মুখের ভিড়ে মোহনবাগান জার্সিতে নজর কাড়লেন শুভ ঘোষ । অমিয় ঘোষের কোচিংয়ে ফুটবলের হাতেখড়ি হওয়া শ্যামনগরের ছেলেটি সঠিকভাবে বেড়ে উঠেছে বাগান অ্যাকাডেমিতে । চলতি বছরের শুরুতে কিবু ভিকুনা সিনিয়র দলে নিয়েছেন । প্রথম ম্যাচেই শুভ বোঝালেন, তাঁর উপর আস্থা রেখে কোচ কোনও ভুল করেননি ।

সাংবাদিক বৈঠকে কিবু ভিকুনা ও ফ্রান্সিসকো গঞ্জ়ালেস

ফ্রান গঞ্জ়ালেস ছাড়া অন্য বিদেশিদের প্রথম একাদশে রাখেননি মোহনবাগান কোচ । সেমিফাইনালের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত । মাঝমাঠে বেইটা ও আক্রমণ ভাগে সালভো চামারো চলতি মরসুমে মোহনবাগানের প্রাণভোমরা । গত চারটে ম্যাচে এই দুজনের ক্রীড়া নৈপুণ্যে দল নিয়ন্ত্রিত হয়েছে । শনিবাসরীয় যুবভারতীতে তাঁদের অনুপস্থিতিতে মোহনবাগানের সামনে চ্যালেঞ্জ ছিল ৷ নিজেদের প্রমাণ করার তাগিদে নেমেছিলেন শুভ, দেবজিৎরা ৷ তাতে মোটের উপর ভালোভাবেই উতরেছেন ভিকুনার ছেলেরা ৷ তবে, ম্যাচে দাপট থাকলেও গোলের সংখ্যার দিক দিয়ে ব্যর্থ সবুজ-মেরুন ৷ ম্যাচের একমাত্র গোল আসে পেনাল্টি থেকে ৷

Intro:সেমিফাইনালের আগে দলের রিজার্ভ বেঞ্চকে দেখে নিতে চেয়ে ছিলেন কিবু ভিকুনা। ডুরান্ড কাপের গ্রুপ লিগের শেষ ম্যাচ, শেষচারে জায়গা পাকা। তাই প্রথম একাদশে সাতটি বদল করেছিলেন তিনি। বদলের হাওয়ায় মোহনবাগান অনেকটাই ঝড়ঝড়ে,তরতাজা। নব্বই মিনিটের শেষে স্কোরবোর্ড মোহনবাগানের পক্ষে 1-0। 56মিনিটে পেনাল্টি থেকে গোল ফ্রান্সিসকো গঞ্জালেস।
আইএসএল ছেড়ে ফের আই লিগের দলের দেবজিৎ মজুমদার। এটিকে থেকে ফের মোহনবাগানে আসার পরে প্রথমবার সবুজ মেরুন জার্সিতে নামলেন। হরিকৃষ্ণের একটি জোড়ালো শট বাচানো ছাড়া নেভির বিরুদ্ধে প্রকৃত পরীক্ষার সামনে পড়তে হয়নি।
নতুন মুখের ভিড়ে মোহনবাগান জার্সিতে নজর কাড়লেন শুভ ঘোষ।অমিয় ঘোষের কোচিং এ ফুটবলের হাতখড়ি হওয়া শ্যামনগরে র ছেলেটি সঠিকভাবে বেড়ে ওঠা মোহনবাগান আকাডেমিতে। চলতি বছরের শুরুতে কিবু ভিকুনা সিনিয়র দলে নিয়েছেন। শুভ বোঝালেন আস্থা রেখে কোচ ভুল করেননি।
ফ্রান গঞ্জালেস ছাড়া বাকি বিদেশিদের প্রথম একাদশে রাখেননি মোহনবাগান কোচ। সেমিফাইনালে র কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। মাঝমাঠে বেইটা ও আক্রমণ ভাগে সালভো চামারো চলতি মরসুমে মোহনবাগানের প্রান ভোমরা। গত চারটে ম্যাচে এই দুজনের ক্রীড়া নৈপুণ্যে দল নিয়ন্ত্রিত হয়েছে। শনিবাসরীয় যুবভারতীতে তাদের অনুপস্থিতিতে মোহনবাগান ঝড়ঝড়ে কারন যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠ ও পরিবর্তদের প্রমান করার মরিয়া মনোভাব।তবুও পেনাল্টি থেকে গোল করে জয় এল কারন গোলমুখে ব্যর্থতা।
সুব্রত ভট্টাচার্যের মহমেডান ইন্ডিয়ান নেভিকে ছয় দুই গোলে হারিয়ে ছিল। মোহনবাগান দাপট দেখালেও গোল করতে ব্যর্থ। কলকাতা লিগের জয়ের খরা ডুরান্ড কাপের জয়ের ধারাবাহিকতায় অবশ্যই বড় প্রলেপ।


Body:মোহনবাগান


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details