পশ্চিমবঙ্গ

west bengal

IND vs SA Third Test : বুমরার পাঁচ উইকেটে লড়াইয়ে ফেরা ভারত দ্বিতীয় ইনিংসে দ্রুত হারাল দুই ওপেনারকে

By

Published : Jan 12, 2022, 8:09 PM IST

Updated : Jan 12, 2022, 10:37 PM IST

প্রথম ইনিংসে 13 রানের লিড নিলেও দ্বিতীয় ইনিংসে শুরুটা ভাল হল না টিম ইন্ডিয়ার (India lost two early wickets in second innings) ৷ মাত্র 24 রানে দুই ওপেনারকে হারায় ভারত ৷ তবে চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলির লড়াইয়ে হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকেছে রাহুল দ্রাবিড়ের ছেলেেরা ৷

IND vs SA ThirIND vs SA Third Testd Test
পাঁচ উইকেট বুমরার, পেসত্রয়ীর দাপটে প্রথম ইনিংসে 13 রানে লিড নিল টিম ইন্ডিয়া

কেপটাউন, 12 জানুয়ারি : এ যেন ঠিক ইটের বদলে পাটকেল ৷ প্রথমদিন কাগিসো রাবাদা-ডুয়েন অলিভিয়েরদের সামনে থরহরি কম্প দেখিয়েছিল ভারতের ব্যাটিং লাইন-আপকে ৷ মাত্র 223 রানেই গুটিয়ে গিয়েছিল সফরকারী দলের ইনিংস ৷ দ্বিতীয়দিন ভারতীয় পেসারদের প্রত্যাঘাতে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থামল তারও আগে ৷ জসপ্রীত বুমরা নেতৃত্বাধীন ভারতীয় পেস বিভাগের দাপটে 210 রানেই গুটিয়ে গেল প্রোটিয়াদের প্রথম ইনিংস ৷ অর্থাৎ, প্রথম ইনিংসে 13 রানে এগিয়ে থাকল কোহলির দল (Team India take 13 runs lead in the first innings) ৷

প্রথম সেশনে জোড়া উইকেট হারালেও কিগান পিটারসেনের অর্ধশতরানে ভর করে ব্য়াপক প্রতিরোধ গড়ে তুলেছিল প্রোটিয়ারা ৷ চতুর্থ এবং পঞ্চম উইকেট জুটিতে একসময় বড় রানের লিড নেওয়ার দিকে এগোচ্ছিল দক্ষিণ আফ্রিকা ৷ কিন্তু এক ওভারে শামির জোড়া উইকেট বদলে দেয় সমীকরণ ৷ 21 রানে ফেরেন ডুসেন, তেম্বা বাভুমা করেন 28 রান ৷

আরও পড়ুন : IND vs SA Third Test : প্রথম সেশনে জোড়া উইকেট হারিয়ে একশো ছুঁল দক্ষিণ আফ্রিকা

ক্রিজ আঁকড়ে পড়ে থাকা পিটারসেনকে বুমরা 72 রানে ফেরাতেই লিড নেওয়ার বিষয়টি কার্যত নিশ্চিত হয়ে যায় (Keegan Petersen scored 72 runs) ৷ নবম উইকেটে কাগিসো রাবাদা-ডুয়েন অলিভিয়েরের 21 রানের জুটি খানিক প্রতিরোধ না গড়লে লিড আরও বাড়িয়ে নিতে পারত ভারত ৷ রাবাদা 25 বলে 15 এবং অলিভিয়ের 39 বলে 10 রানের ইনিংস খেলেন ৷

লুঙ্গি এনগিদিকে ফিরিয়ে টেস্টে সপ্তমবার ইনিংসে 5 উইকেটের স্বাদ পান বুমরা (Jasprit Bumrah takes seventh 5 wicket haul) ৷ সেইসঙ্গে প্রোটিয়া ইনিংসে যবনিকা নামে ৷ 2টি করে উইকেট নেন উমেশ যাদব এবং মহম্মদ শামি ৷ একটি উইকেট শার্দূল ঠাকুরের ৷ দিনের শেষে দুই ওপেনারের উইকেট হারিয়ে 57 রান তুলেছে ভারত ৷ আপাতত 70 রানে এগিয়ে থেকে অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া ৷ 14 রানে ব্যাট করছেন কোহলি, 9 রানে অপরাজিত পূজারা ৷

Last Updated :Jan 12, 2022, 10:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details