পশ্চিমবঙ্গ

west bengal

CAB President: বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি সভাপতি পদে বসতে চলেছেন স্নেহাশিস

By

Published : Sep 16, 2022, 6:43 PM IST

Updated : Sep 16, 2022, 7:02 PM IST

Snehasish Ganguly Likely to be Elected Next CAB President Unopposed
Snehasish Ganguly Likely to be Elected Next CAB President Unopposed ()

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরবর্তী সিএবি (Cricket Association of Bengal) সভাপতি পদে বসতে চলেছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly) ৷ এমনটাই জানিয়েছেন সিএবি’র এক শীর্ষকর্তা ৷ তবে, সচিব ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ওই শীর্ষকর্তা ৷

কলকাতা, 16 সেপ্টেম্বর: বাংলার ক্রিকেটে কি ফের একবার পুরনো প্রশাসকদের জায়গা পোক্ত হতে চলেছে ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (Cricket Association of Bengal) অলিন্দে ৷ আর সেখানেই সিএবি’র নয়া সভাপতি (CAB President) হিসাবে নাম উঠে আসছে, বর্তমান যুগ্ম-সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের (Snehasish Ganguly) ৷ নাম প্রকাশে অনিচ্ছুক সিএবি’র এক শীর্ষকর্তা জানিয়েছেন, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের পরবর্তী সিএবি সভাপতি হওয়া প্রায় পাকা ৷

এ নয় গেল সিএবি’র সভাপতি ৷ এর পর সচিব পদে কে বসবেন ? এমনকি সিএবি’র কোষাধ্যক্ষ কে হবেন ? এমন একাধিক প্রশ্ন বাংলা ক্রিকেট প্রশাসনের ঘুরে বেড়াচ্ছে ৷ যা নিয়ে সিএবি’র ওই শীর্ষকর্তা জানিয়েছেন, সভাপতি পদ নিয়ে কোনও নির্বাচন না-হওয়ার সম্ভাবনাই বেশি ৷ কিন্তু, সচিব এবং কোষাধ্যক্ষ এই দু’টি পদে নির্বাচনের একটা সমূহ সম্ভাবনা রয়েছে ৷ কারণ, শোনা যাচ্ছে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বিরোধী গোষ্ঠী অর্থাৎ, বিশ্বরূপ দে নিজে নির্বাচনে না দাঁড়ালেও, অন্য কারওকে সচিব ও কোষাধ্যক্ষ পদে দাঁড় করাতে পারেন ৷

প্রসঙ্গত, গত 14 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট (Supreme Court) লোধা কমিটির সুপারিশ মতো তৈরি হওয়া বিসিসিআই (BCCI) এর সংশোধিত সংবিধানের বহু ধারা শিথিল করে দেয় ৷ যার পরে রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং জাতীয় স্তরে 6+6 অর্থাৎ, 12 বছর ক্রিকেট প্রশাসনে থাকতে পারবেন ৷ আগে যে সময়সীমা ছিল রাজ্য ও জাতীয় সংস্থায় 3 বছর করে 6 বছর ৷ সেই সময়সীমা এবার বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন:অক্টোবরের মাঝামাঝি সিএবি’র এজিএম! আপাতত কুলিং অফে অভিষেক

কিন্তু, সময়সীমা বাড়লেও অভিষেক ডালমিয়াকে সিএবি সভাপতি পদ থেকে সরে যেতে হচ্ছে ৷ আর সেই জায়গায় বসছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ৷ তাও বিনা-প্রতিদ্বন্দ্বিতায়, এমনটাই জানাচ্ছেন সিএবি’র ওই শীর্ষকর্তা ৷ তবে, সচিব ও কোষাধ্যক্ষ পদে জোর টক্কর হওয়া সম্ভাবনা রয়েছে ৷

Last Updated :Sep 16, 2022, 7:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details