CAB AGM: অক্টোবরের মাঝামাঝি সিএবি’র এজিএম! আপাতত কুলিং অফে অভিষেক

author img

By

Published : Sep 14, 2022, 7:45 PM IST

Updated : Sep 14, 2022, 8:00 PM IST

CAB AGM Might Happen in Mid October 2022
CAB AGM Might Happen in Mid October 2022 ()

পুজো মিটলেই অক্টোবর মাসের মাঝামাঝি সিএবি’র এজিএম আয়োজিত হবে (CAB AGM Might Happen in Mid October 2022) ৷ আজ বিসিসিআই ও রাজ্য ক্রিকেট সংস্থাগুলির সদস্যপদের মেয়াদ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর, এমনটাই জানিয়েছেন সিএবি’র এক শীর্ষকর্তা ৷

কলকাতা, 14 সেপ্টেম্বর: আগামী অক্টোবর মাসের মাঝামাঝি হতে চলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের বার্ষিক সাধারণ সভা বা এজিএম ৷ এমনটাই জানিয়েছেন নামপ্রকাশে অনিচ্ছুক সিএবি’র এক শীর্ষকর্তা ৷ ইটিভি ভারতকে তিনি জানিয়েছেন, 21 দিনের নোটিশ পিরিয়ডের পর অক্টোবরের মাঝামাঝি এজিএম হবে (CAB AGM Might Happen in Mid October 2022) ৷ আর সেই এজিএম এর পরেই 3 বছরের জন্য কুলিং অফে যেতে হবে সিএবি’র বর্তমান সভাপতি অভিষেক ডালমিয়াকে (Avishek Dalmiya) ৷

2015 সালে জগমহন ডালমিয়ার মৃত্যুর পর সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সিএবি সভাপতি হন ৷ সেই সময় সিএবি-তে সৌরভের ছেড়ে দেওয়া যুগ্মসচিব পদে বসেন অভিষেক ডালমিয়া ৷ কিন্তু, এ দিন সুপ্রিম কোর্টের ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, রাজ্য এবং বিসিসিআই (BCCI) দুই সংস্থায় 6 বছর করে মোট 12 বছর একজন ক্ষমতায় থাকতে পারবেন ৷ সেই মতো সৌরভ গঙ্গোপাধ্যায় 2025 সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে বোর্ড সভাপতি থাকতে পারবেন ৷ কিন্তু, 2015 সালে রাজ্য সংস্থা অর্থাৎ, সিএবি-তে আসা অভিষেক ডালমিয়াকে এ বার কুলিং অফ পিরিয়ডে যেতেই হবে ৷

সিএবি’র ওই শীর্ষকর্তা জানিয়েছেন, অভিষেককে সিএবি’র ক্ষেত্রে 3 বছরের জন্য কুলিং অফে (Cooling Off Period) যেতেই হবে ৷ কিন্তু, বিসিসিআই-তে অভিষেক ডালমিয়ার জন্য 6 বছরের দরজা খোলা রয়েছে ৷ যদি, তিনি বিসিসিআই এর কোনও পদে মনোনয়ন পেশের সুযোগ পান এবং জেতেন ৷ তবে, এ দিন সুপ্রিম কোর্টের রায়ের পর লোধা কমিশন এবং তাঁর সুপারিশকে কার্যকর করার পুরো প্রক্রিয়াটি ব্যর্থ হল বলে জানিয়েছেন ওই শীর্ষকর্তা ৷ তাঁর প্রশ্ন, এটাই যদি হওয়ার ছিল, তাহলে 2 বছর ভারতীয় ক্রিকেটের ক্ষতি কেন করা হল ?

আরও পড়ুন: শীর্ষ আদালতের রায়ে 2025 পর্যন্ত বোর্ডের শীর্ষ পদে সৌরভ

ফলে, অক্টোবর পুজোর পর হতে চলা এজিএমে নতুন সভাপতি পেতে চলেছে সিএবি ৷ অন্তত, সুপ্রিম কোর্টের আজকের রায়ের পর, সময়ের পরিসংখ্যান তাই বলছে ৷ তবে, দেখার 2025 পর্যন্ত বিসিসিআই এর মসনদে থাকার সুযোগ পাওয়া সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর ‘প্রিয়’ অভিষেককে ভারতীয় ক্রিকেট প্রশাসনের অলিন্দে ঢোকার সুযোগ করে দেন কি না !

Last Updated :Sep 14, 2022, 8:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.