পশ্চিমবঙ্গ

west bengal

Asian Games 2022: পোডিয়ামে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার স্বপ্ন দেখছেন রুতুরাজ

By

Published : Jul 16, 2023, 10:23 PM IST

এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড় ৷ যে দায়িত্ব পেয়ে খুশি তিনি ৷ আর তাঁর স্বপ্ন দেশের হয়ে সোনার পদক জেতা এবং পোডিয়ামে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়া ৷

Asian Games 2022 ETV BHARAT
Asian Games 2022

ডমিনিকা, 16 জুন: দেশের হয়ে সোনার পদক জয় সব ক্রীড়াবিদেরই স্বপ্ন ৷ সেই স্বপ্নটাই এবার দেখছেন রুতুরাজ গায়কোয়াড় ৷ এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দল প্রথমবার অংশ নিতে চলেছে ৷ বলা ভালো প্রথমবার এশিয়ান গেমসে জায়গা পেয়েছে ক্রিকেট ৷ আর ভারতীয় দলকে সেখানে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড় ৷ জানালেন, দেশের হয়ে সোনার পদক জয় এবং সেটিকে গলায় ঝুলিয়ে পোডিয়ামে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার স্বপ্ন দেখেন তিনি ৷

রুতুরাজ গায়কোয়াড় এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন জাতীয় টেস্ট দলের সঙ্গে ৷ সেই দলে থাকা মুকেশ কুমারও হ্যাংঝাউ এশিয়ান গেমসের দলে রয়েছেন ৷ আর ভারতীয় দলকে হ্যাংঝাউ এশিয়াডে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড় ৷ যে দায়িত্ব পেয়ে খুশি মহারাষ্ট্রের এই ব্যাটার ৷ বিসিসিআই'কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, বোর্ড এবং নির্বাচকরা তাঁর উপরে বিশ্বাস রেখেছেন ৷ সেই বিশ্বাসের মান তিনি রাখবেন বলে আশাবাদী ৷

এশিয়ান গেমসের জন্য ঘোষিত স্কোয়াডে রুতুরাজের সঙ্গে যাঁরা রয়েছেন, তাঁরা সকলেই কমবেশি রুতুরাজের সঙ্গে খেলেছেন ঘরোয়া ক্রিকেটে, আইপিএল এবং ইন্ডিয়া এ দলের হয়ে ৷ ফলে কমবেশি সকলের খেলা সম্পর্কেই ধারণা আছে বলে জানালেন চেন্নাই সুপার কিংস তারকা ৷ তাই হ্যাংঝাউয়ে দলকে নেতৃত্ব দিতে কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন তিনি ৷ তবে, যে জিনিসটা এশিয়ান গেমসে ভারতীয় দলের অধিনায়ককে সবচেয়ে বেশি উত্তেজিত করছে তা হল, কমনওয়েলথের মান্যতা প্রাপ্য একটি টুর্নামেন্টে অংশ নেওয়া দেশের হয়ে ৷ তাও আবার দলকে নেতৃত্ব দেবেন তিনি ৷

আরও পড়ুন:শেষমেশ ছিঁড়ল জাতীয় দলের শিকে, এশিয়াডের দলে নাইটদের রিঙ্কু

রুতুরাজ সাক্ষাৎকারে বলেন, ‘‘আমার স্বপ্ন দেশের হয়ে সোনার পদক জেতা ৷ পোডিয়ামে দাঁড়িয়ে দেশের জন্য জাতীয় সঙ্গীত গাওয়া ৷’’ রুতুরাজের আশা তিনি এবং গোটা দল এশিয়ান গেমসের মঞ্চে নিজেদের সেরাটা দেবেন ৷ উল্লেখ্য, এশিয়ান গেমসের পনেরো জনের দলে সুযোগ পেয়েছে রিঙ্কু সিং ৷ তাঁকে ক্যারিবিয়ান সফরে টি-20 দলে না রাখা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ পাশাপাশি, আগামী কয়েকমাসের মধ্যে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ খেলবে ভারত ৷ সেখানেও রিঙ্কু সিং সুযোগ পেতে পারেন ৷

ABOUT THE AUTHOR

...view details