পশ্চিমবঙ্গ

west bengal

IND vs SA Third Test : প্রথম সেশনে জোড়া উইকেট হারিয়ে একশো ছুঁল দক্ষিণ আফ্রিকা

By

Published : Jan 12, 2022, 4:41 PM IST

Updated : Jan 12, 2022, 6:15 PM IST

IND vs SA Third Test

45 রানে 3 উইকেট হারানো দক্ষিণ আফ্রিকাকে টিম ইন্ডিয়া আরও চেপে ধরবে বলেই মনে হচ্ছিল ৷ কিন্তু কিগান পিটারসেন এবং ভ্যান ডার ডুসেনের অবিভক্ত 55 রানের জুটিতে তিন অঙ্কের ঘরে পৌঁছল প্রোটিয়ারা ৷ 3 উইকেটে 100 রান তুলে দ্বিতীয়দিন প্রথম সেশন শেষ করল দক্ষিণ আফ্রিকা (South Africa 100 FOW 3 at lunch) ৷

কেপটাউন, 12 জানুয়ারি : দিনের দ্বিতীয় বলেই জসপ্রীত বুমরার বিষাক্ত ইনসুইঙ্গারে ঠকে যান এইডেন মার্করাম ৷ অফস্টাম্পের বাইরের বলটা ছাড়তে গিয়েছিলেন প্রোটিয়া ওপেনার ৷ কিন্তু বুমরার বলে ছিটকে যায় তাঁর অফস্টাম্প ৷ নাইট ওয়াচম্যান হিসেবে প্রথমদিনের শেষে অপরাজিত থাকা কেশব মহারাজের ইনিংসও লম্বা হতে দেননি উমেশ যাদব ৷ 45 রানে 3 উইকেট হারানো দক্ষিণ আফ্রিকাকে টিম ইন্ডিয়া আরও চেপে ধরবে বলেই মনে হচ্ছিল ৷ কিন্তু কিগান পিটারসেন এবং ভ্যান ডার ডুসেনের অবিভক্ত 55 রানের জুটিতে তিন অঙ্কের ঘরে পৌঁছল প্রোটিয়ারা ৷ 3 উইকেটে 100 রান তুলে দ্বিতীয়দিন প্রথম সেশন শেষ করল দক্ষিণ আফ্রিকা (South Africa 100 FOW 3 at lunch) ৷

এদিন সকালে জোড়া উইকেট হারানোর পর পিটারসেনের ব্যাটে সাহারা পায় দক্ষিণ আফ্রিকা ৷ মধ্যাহ্নভোজে 40 রানে অপরাজিত তিনি ৷ 17 রানে অপরাজিত ডুসেন ৷ মহারাজ ফেরেন 25 রানে ৷ ভারতের 223 রানের পরিপ্রেক্ষিতে প্রথমদিন অধিনায়কের উইকেট হারিয়ে 17 রানে শেষ করেছিল আয়োজকরা ৷ মঙ্গলবার ডিন এলগারের উইকেট তুলে নেওয়ার পর দ্বিতীয়দিন দলের হয়ে শুরুটা ভাল করেন বুমরা ৷ এরপর উইকেট নেওয়ার তালিকায় নাম লেখান সিরাজের পরিবর্ত উমেশও ৷ কিন্তু তারপর ধীরে-ধীরে ক্রিজে জাঁকিয়ে বসে পিটারসেন-ডুসেন ৷

আরও পড়ুন : IND vs SA Third Test : মরিয়া লড়াই বিরাটের, দু'শো পেরিয়ে থামল ভারতের ইনিংস

মধ্যাহ্নভোজের আগে অন্তত বুমরা-শামি-উমেশদের আর ভয়ঙ্কর হয়ে ওঠার সুযোগ দেয়নি এই জুটি ৷ মঙ্গলবার অধিনায়ক বিরাট কোহলির দৃঢ় প্রতিজ্ঞ 79 রানের ইনিংস এবং চেতেশ্বর পূজারার 43 রানে ভর করে প্রথম ইনিংসে 223 রান তোলে ভারত (India scored 223 runs in their first innings) ৷

Last Updated :Jan 12, 2022, 6:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details