পশ্চিমবঙ্গ

west bengal

Milestone for Magnificent Mithali : মহিলা বিশ্বকাপের মঞ্চে রেকর্ড গড়লেন 'ক্যাপ্টেন' মিতালি

By

Published : Mar 12, 2022, 8:14 AM IST

আইসিসি মহিলা বিশ্বকাপের ইতিহাসে অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি ম্যাচের রেকর্ড গড়ে ফেললেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj sets record for most matches as Captain in Womens World Cup) ।

Milestone for Mithali
রেকর্ড গড়লেন 'ক্যাপ্টেন' মিতালি

হ্যামিল্টন, 12 মার্চ :ভারতীয় মহিলা ক্রিকেটের সুপারস্টার তিনি ৷ বিশ্বের অন্যতম সেরা মহিলা ব্যাটসম্যান মিতালি রাজ ৷ বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেমেছে 'উইমেন ইন ব্লু' । আর মাঠে নেমেই ইতিহাস গড়ে ফেলেছেন ভারতীয় ক্রিকেটের 'লেডি সচিন তেন্ডুলকর' । আইসিসি মহিলা বিশ্বকাপের ইতিহাসে অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি ম্যাচের রেকর্ড গড়ে ফেললেন তিনি (Mithali Raj sets record for most matches as Captain in Womens World Cup) ।

ভারতের অধিনায়ক হিসেবে 24তম ম্যাচ খেলছেন মিতালি । রেকর্ডের নিরিখে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বেলিন্ডা ক্লার্ককে পেছনে ফেললেন তিনি । এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে 150টি ওয়ান-ডে'তে অধিনায়কত্ব করার নজির গড়েছিলেন তিনি ।

আরও পড়ুন : দশ হাজার রানের ক্লাবে মিতালি, টুইটে শুভেচ্ছা সচিনের

আজ এই কীর্তি গড়তেই শুভেচ্ছায় ভেসে গিয়েছেন 'ক্যাপ্টেন' ৷ শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই, আইসিসি ৷ যদিও অধিনায়ক হিসেবে মাইলফলক স্থাপন করার দিনে ব্যর্থ ব্যাটার মিতালি । হ্যামিল্টনে টসে জিতে টসে জিতে ব্য়াট করতে নেমেছে ভারত । মাত্র 5 রান করে প্যাভিলিয়নে ফিরেছেন মিতালি । প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 132 রান ।

ABOUT THE AUTHOR

...view details