ETV Bharat / sports

দশ হাজার রানের ক্লাবে মিতালি, টুইটে শুভেচ্ছা সচিনের

author img

By

Published : Mar 12, 2021, 5:27 PM IST

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। আজ তাঁকে টুইটে শুভেচ্ছা জানান ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার সচিন তেণ্ডুলকার। শুভেচ্ছা জানায় আরও অনেকে।

Indian cricketer
Mithali Raj

নয়াদিল্লি, 12 মার্চ: দশ হাজার রানের ক্রিকেটারদের তালিকায় অবশেষে ঢুকে পড়লেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। আজ শুক্রবার তৃতীয় আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে দশ হাজার রান পূর্ণ করেন মিতালি। এই দশ হাজার রান পূর্ণ করার জন্য তাঁকে টুইটে শুভেচ্ছা জানান ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার সচিন তেণ্ডুলকার। তিনি লেখেন, 'দারুণ লক্ষ্যমাত্রা ছুঁলেন, আরও শক্তিশালী হোন।'

মিতালি রাজ নিজের কেরিয়ারের 212 তম আন্তর্জাতিক ক্রিকেটে আজ লখনউয়ের একানা স্টেডিয়ামে এই রান সম্পূর্ণ করেন। তিনিই দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে দশ হাজার রান পূর্ণ করেন । প্রথমস্থানে রয়েছেন ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের অধিনায়ক চারলট এডওয়ার্ডস। চারলট মিতালির রান সংখ্যা থেকে এগিয়ে মাত্র 273 রানে।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফ্ফর সচিনের টুইটেই লেখেন, 'অনেক শুভেচ্ছা দশ হাজার রান অর্জন করার জন্য। আপনার যোগ্যতা, ফিটনেস, সঙ্কল্পকে এই খেলার জন্য আমি কুর্ণিশ জানাই।'

আরও পড়ুন: একদিনের আইসিসি র‌্যাঙ্কিংয়ে নিজের স্থান ধরে রাখলেন মিতালি রাজ

অন্যদিকে দশ হাজার রান করার জন্য বিসিসিআই তাদের অফিশিয়াল টুইটারে মিতালি রাজকে সফল ক্রিকেটার সম্মোধন করে শুভেচ্ছা জানায়।

আইপিএল ফ্রাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সও প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে দশ হাজার রান পূর্ণ করার জন্য শুভেচ্ছা জানায় টুইটে। কলকাতা নাইট রাইডার্স তাদের টুইটার হ্যান্ডেলে লেখেন, মিতালি রাজ মহিলা ক্রিকেটার হিসেবে দৃষ্টান্ত স্থাপন করলেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.