পশ্চিমবঙ্গ

west bengal

Joe Root : সচিনের রেকর্ড ভাঙতে পারেন রুট, দশ হাজারি ক্লাবের নয়া সদস্যকে দরাজ সার্টিফিকেট টেলরের

By

Published : Jun 6, 2022, 11:05 AM IST

Joe Root Can Achieve Sachin Tendulkar Record Says Mark Taylor
Joe Root Can Achieve Sachin Tendulkar Record Says Mark Taylor

জো রুট সচিন তেন্ডুলকরের টেস্টে সর্বোচ্চ রান করার রেকর্ড ছুঁতে পারেন ৷ এমনটাই মনে করেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক মার্ক টেলর (Mark Taylor says Joe Root can achieve Sachin Tendulkar record) ৷ রুটের টেস্টে 10 হাজার রান করার দিনে এমনটাই জানান তিনি ৷

লন্ডন, 6 জুন : নিউজিল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে প্রথম টেস্টে (England vs New Zealand 1st Test) 5 উইকেটে জিতেছে ইংল্যান্ড ৷ আর সেই টেস্টে যুগ্ম কনিষ্ঠ ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে 10 হাজার রান পূর্ণ করার নজির গড়েছেন প্রাক্তন ইল্যান্ড অধিনায়ক জো রুট ৷ অসাধারণ মাইলফলক ছোঁয়ার দিনে রুটকে দরাজ সার্টিফিকেট দিলেন প্রাক্তন অজি অধিনায়ক মার্ক টেলর ৷ স্কাই স্পোর্টসকে অজি কিংবদন্তি জানিয়েছেন, সচিন তেন্ডুলকরের রেকর্ড ছোঁয়ার ক্ষমতা রাখেন রুট (Mark Taylor says Joe Root can achieve Sachin Tendulkar record) ৷

সচিনের কোন রেকর্ডের কথা বলছেন মার্ক টেলর ? স্পোর্টস চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মার্ক বলেন, "রুটের মধ্যে কম করে আরও পাঁচ বছরের ক্রিকেট বাকি আছে ৷ তাই আমি মনে করি তাঁর পক্ষে সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করা সম্ভব ৷ দু‘বছর আগে যেভাবে রুটকে ব্যাট করতে দেখেছি, এখনও ও ঠিক একইভাবে খেলে চলেছে ৷ কেরিয়ারের সেরা সময়ে রয়েছে রুট ৷ তাই যদি শারীরিকভাবে ফিট থাকে তবে, টেস্ট ক্রিকেটে 15 হাজারের বেশি রান করতে পারবে ও ৷" প্রসঙ্গত, মাস্টার ব্লাস্টারের টেস্ট ক্রিকেটে মোট রান 15921 ৷

আরও পড়ুন : New Eden: নতুন ইডেন গড়বে সিএবি, মিলল জমি

টেস্ট ক্রিকেটে কেবল 10 হাজার রান পূর্ণ করা নয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে একাধিক রেকর্ড গড়েছেন রুট ৷ অভিষেক টেস্টের পর থেকে সবচেয়ে কম সময়ে 10 হাজার রানের গণ্ডি পেরিয়েছেন রুট ৷ মাত্র 10 বছরে এই রেকর্ড করেছেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক ৷ এমনকি বয়সের ভিত্তিতে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক স্যার অ্যালিস্টেয়ার কুক এবং জো রুট 31 বছর 157 দিনে টেস্টে 10 হাজার রানের রেকর্ড গড়েছেন ৷ সেই সঙ্গে টেস্ট কেরিয়ারের 26তম সেঞ্চুরি করেন ৷ লর্ডসে জিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড 1-0 এগিয়ে রয়েছে স্টোকসের ইংল্যান্ড ৷

ABOUT THE AUTHOR

...view details