পশ্চিমবঙ্গ

west bengal

ICC Womens ODI Team 2021 : আইসিসি’র একদিনের মহিলা বিশ্ব একাদশ দলে ঝুলন এবং মিতালি

By

Published : Jan 21, 2022, 3:30 PM IST

2021এ আইসিসি’র একদিনের মহিলা বিশ্ব একাদশ দলে ভারতের ঝুলন গোস্বামী এবং মিতালি রাজ (ICC Womens ODI Team 2021) ৷ গতবছর কঠিন পরিস্থিতিতে ব্যাট ও বল হাতে ভারতীয় দলকে সবচেয়ে বেশি ভরসা জুগিয়েছেন ঝুলন এবং মিতালি (Jhulan Goswami and Mithali Raj Named in ICC Womens ODI Team 2021) ৷ তাঁরই সম্মান হিসেবে আইসিসি’র সেরা একদিনের দলে জায়গা করে নিয়েছেন তাঁরা ৷

Jhulan Goswami and Mithali Raj Named in ICC Womens ODI Team 2021
Jhulan Goswami and Mithali Raj Named in ICC Womens ODI Team 2021

দুবাই, 21 জানুয়ারি : 2021’র আইসিসি’র মহিলা বিশ্ব একাদশে একদিনের দলে জায়গা পেলেন ভারতের দুই ক্রিকেটার মিতালি রাজ এবং ঝুলন গোস্বামী (Jhulan Goswami and Mithali Raj Named in ICC Womens ODI Team 2021) ৷ ভারতীয় মহিলা দলের সিনিয়র দুই ক্রিকেটারের 2021 সালের পারফরমেন্সের উপর নির্ভর তাঁদের বিশ্ব একাদশের দলে রেখেছে আইসিসি (ICC Womens ODI Team 2021) ৷ মহিলাদের এই দলের অধিনায়ক বাছা হয়েছে ইংল্যান্ডের হিথের নাইটকে ৷

মহিলাদের বিশ্ব একাদশের এই দলে দক্ষিণ আফ্রিকার 3 জন ক্রিকেটার, অস্ট্রেলিয়ার একজন এবং ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের 2 জন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন ৷ প্রসঙ্গত, ইংল্যান্ডের অধিনায়ক হিথের নাইট তাঁদের একদিনের দলে মিডল অর্ডারে সবচেয়ে বড় ভরসা ৷ ভারতের মিতালি রাজ এবং ঝুলন গোস্বামীর গত বছরের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো ৷ বিশেষ করে বল হাতের বাংলার ঝুলনের পরিসংখ্যান বেশ ঈর্ষণীয় ছিল 2021 সালে (Jhulan Goswami Named in ICC Womens ODI Team) ৷ একইভাবে অধিনায়ক মিতালির ব্যাটিং পারফরমেন্সের জেরে অনেক ম্যাচই জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল ৷

আরও পড়ুন :SA vs IND 2nd ODI : ডু অর ডাই ম্যাচে টস জিতলেন রাহুল, প্রথমে ব্যাটিং ভারতের

মিতালি 2021 ক্যালেন্ডারে 423 রান করেছেন 42.30 গড়ে ৷ আর সেই রানটা এসেছে ভারত যখন দলগতভাবে ব্যর্থ হয়েছে সেই সময় ৷ তখন মিতালির ব্যাটে ভর করে ভারতীয় মহিলা দল ম্যাচ জিতেছে ৷ মোট 6টি অর্ধশতরান করেন তিনি ৷ একই ভাবে ঝুলনের বোলিং পারফরমেন্স ছিল চোখে পড়ার মত ৷ 2021 সালে ঝুলন 15টি উইকেট নিয়েছেন ৷ যেখানে মাত্র 3.77 ইকনমি রেটে রান দিয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details