পশ্চিমবঙ্গ

west bengal

Modi will Present in IPL Final : আইপিএল ফাইনাল দেখতে মোতেরায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী

By

Published : May 28, 2022, 4:14 PM IST

Prime Minister Narendra Modi will Go to Ahmedabad to Watch IPL Final
Prime Minister Narendra Modi will Go to Ahmedabad to Watch IPL Final ()

মোতেরা স্টেডিয়ামে রবিবার আইপিএল ফাইনাল দেখতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর সেই কারণে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করল আমেদাবাদ পুলিশ প্রশাসন ৷ যান চলাচল থেকে শুরু করে স্থানীয় আইনশৃঙ্খলা ব্যবস্থা সবকিছুতেই কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ ৷

আমেদাবাদ, 28 মে : রবিবার আইপিএল ফাইনাল দেখতে মোতেরা স্টেডিয়ামে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi will Go to Ahmedabad to Watch IPL Final) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ যে ম্যাচে মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটন্স এবং রাজস্থান রয়্যালস ৷ আর দেশের অন্যতম দুই ভিভিআইপি’র উপস্থিতিতে আইপিএল ফাইনাল আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তা একটা বড় বিষয় ৷ আর তাই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সুরক্ষায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে ৷

আমেদাবাদ পুলিশের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকদের গাড়ি রাখার জন্য 31টি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে ৷ যেখানে 8টি পার্কিং কেবল বাইক ও স্কুটারের জন্য ৷ আর 23টি পার্কিং এরিয়া চার চাকা গাড়ির জন্য রাখা হয়েছে ৷ নির্ধারিত পার্কিং এরিয়ায় মোট 12 হাজার বাইক এবং 15 হাজার চারচাকা গাড়ি রাখা যাবে ৷ আর এই পার্কিং এরিয়ায় গাড়ি রাখতে হলে, দর্শকদের আগাম পার্কিং ভাড়া করতে হবে ৷ তার জন্য গুজরাতের ‘শো মাই পার্ক অ্যাপ’ ব্যবহার করে অগ্রিম গাড়ির পার্কিং বুক করতে হবে দর্শকদের ৷

রবিবারের ম্যাচের জন্য নরেন্দ্র মোদি স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় যান চলাচল ব্যবস্থাকে সামান্য বদল করা হয়েছে ৷ সংশ্লীষ্ট রাস্তাগুলির অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে ৷ শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারের দিন থেকে এই নিয়ম লাগু হয়েছে ৷ পরিবর্তীত কোন পথে গাড়ি চলাচল করছে, তার একটি রূপরেখা প্রকাশ করেছে আমেদাবাদ পুলিশ কমিশনারেটের তরফে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে মোতেরা স্টেডিয়াম সংলগ্ন জনপথ চায় রোড এবং স্টেডিয়াম সংলগ্ন কৃপা রেসিডেন্সি চায় রোড থেকে মোতেরা চায় রোড দুপুর 2টোর পর থেকে বন্ধ করে দেওয়া হবে ৷

আরও পড়ুন :Buttler recalls Warne : 'ফাইনালে ওয়ার্নিকে মিস করব', স্পিনের জাদুকরের স্মৃতিচারণ বাটলারের

ম্যাচের দিন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির জেরে আমেদাবাদে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে ৷ আর এই ম্যাচের নিরাপত্তায় প্রায় 6 হাজার পুলিশ কর্মীকে স্টেডিয়ামের ভিতরে ও বাইঅরে মোতায়েন করা হয়েছে ৷ এছাড়াও স্টেট রিজার্ভ পুলিশ, ব়্যাপিড অ্যাকশন ফোর্স এবং অন্যান্য এজেন্সিকে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে ৷ সেই সঙ্গে একাধিক পুলিশের গাড়ি আমেদাবাদের সংবেদনশীল এলাকাগুলিতে টহল দেবে ওইদিন ৷ গুজরাত শহরের ফ্র্যাঞ্চাইজি ‘গুজরাত টাইটন্স’ তাদের আইপিএল অভিষেকেই ফাইনাল খেলছে ৷ আর ফাইনালও গুজরাতে ৷ ফলে সেখানকার নাগরিকদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা একটু বেশি থাকবে তা স্বাভাবিক ৷ এর জেরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তা সুনিশ্চিত করাই গুজরাত প্রশাসনের মূল লক্ষ্য ৷ বিশেষ করে এই মেগা ইভেন্টে যখন স্বয়ং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন ৷

ABOUT THE AUTHOR

...view details