পশ্চিমবঙ্গ

west bengal

11 বল, 6 উইকেট, 5 শূন্য; রোহিত-কোহলির দৌলতে লজ্জা এড়াল টিম ইন্ডিয়া

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 10:28 PM IST

প্রথম দিন সিরাজ, মুকেশ কুমাররা বল হাতে যতটা কামাল করলেন, তাতে স্রেফ জল ঢেলে দিল রোহিত শর্মার ব্যাটিং লাইন-আপ । যদিও দ্বিতীয় দিনে 36 রানের মধ্যে প্রোটিয়াদের 7 ব্যাটারকে ফেরাতে পারলেই ইনিংসে ম্যাচ জিতবে ভারত ।

Etv Bharat
Etv Bharat

কেপটাউন, 3 জানুয়ারি: শুরুটা করেছিল টিম ইন্ডিয়া, আরও সহজভাবে বললে মহম্মদ সিরাজ । একইদিনে প্রায় সেই কাজটাই করে গেলেন প্রোটিয়াদের দুই পেসার, লুঙ্গি এনগিদি ও কাগিসো রাবাদা । 11 বলের মধ্যে ক্রিজ ছাড়লেন ভারতের 6 ব্যাটার । তালিকায় শুধু টেলএন্ডারই নয়, রয়েছে কোহলি-রাহুলের মতো তারকারাও । সবমিলিয়ে প্রথম দিন সিরাজ, মুকেশ কুমাররা বল হাতে যতটা কামাল করলেন, তাতে স্রেফ জল ঢেলে দিল রোহিত শর্মার ব্যাটিং লাইন-আপ ।

98 রানে পিছিয়ে থেকে ফের ব্যাট করতে নেমেছে দক্ষিণ আফ্রিকা । দিনের শেষে 3 উইকেট হারিয়ে 62 রান তুলেছে 'ডিন এলগার অ্যান্ড কোং' । দু'উইকেট পেয়েছেন মুকেশ কুমার, একটি উইকেট এসেছে জসপ্রীত বুমরার ঝুলিতে । দ্বিতীয় দিনে 36 রানের মধ্যে প্রোটিয়াদের 7 ব্যাটারকে ফেরাতে পারলেই ইনিংসে ম্যাচ জিতবে ভারত ।

55 রানে প্রতিপক্ষকে বান্ডিল করে ব্যাট করতে নেমে শুভমন গিল ও রোহিত শর্মা দুরন্ত শুরু না-করলে প্রোটিয়াদের লজ্জার অংশীদার হতে হত ভারতকেও । রোহিতের (50 বলে 39 রান) ও গিল (55 বলে 36 রান) ভালো শুরু করেও বড় রান পেতে ব্যর্থ । তিন নম্বরে নামা কোহলিকে (59 বলে 46 রান) স্বপ্রতিভ দেখালেও বিরাট ইনিংস এল না সতীর্থদের জন্য । তিনি ফেরার পর কার্যত প্রোটিয়াদের প্রথম ইনিংসের পূনরাবৃত্তি হল নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে । শূন্য রানে ফিরলেন রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা ও মুকেশ কুমার ।

দ্বিতীয় টেস্টের প্রথমদিনে বল করতে নেমে একাই প্রোটিয়া ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন সিরাজ ৷ তাঁর স্যুইংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেন এডেইন মার্করাম, ডিন এলগার, টনি ডি'জর্জিরা ৷ প্রথম ভারতীয় বোলার হিসেবে নিউল্যান্ডসে 6 উইকেট শিকার করে ইতিহাসের খাতাতেও নাম তুললেন সিরাজ ৷

প্রোটিয়াদের স্কোরকার্ড বুধবার দেখালো ফোন নম্বরের মতো ৷ এর আগেও ভারতীয় বোলাররা নিউল্যান্ডসের সবুজ মাঠের ফায়দা তুলেছেন ৷ 2022 সালে এই মাঠেই 42 রান দিয়ে 5 উইকেট নিয়েছিলেন জসপ্রীত বুমরা ৷ এদিনও দুটি উইকেট নেন তিনি ৷ এর আগে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানে ইনিংসে হারের ক্ষত শুকানোর আগেই পালটা আঘাত দিলেন ভারতীয় বোলাররা ৷ দিনের শুরুতেই সিরাজের শিকার হন এলগার ৷ আর সেই ধস সামাল দিতে পারেনি টপ-অর্ডার প্রোটিয়া ব্যাটাররা ৷ শার্দূল ঠাকুরের বদলে দলে আসা বাংলার মুকেশ কুমারও অভিষেক টেস্টে বল হাতে সতীর্থদের সঙ্গ দেন ৷ 2 ওভার হাত ঘুরিয়ে কোনও রান না-দিয়ে 2টি উইকেট নেন মুকেশ ৷

কেপটাউন বরাবরই বোলারদের স্বর্গোদ্যান হিসেবে পরিচিত ৷ এর আগে এই মাঠে প্রোটিয়াদের সর্বনিন্ম স্কোর ছিল 97 ৷ 1892 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এভাবেই ভেঙে পড়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ৷ সেই রেকর্ড এদিন ভেঙে দেন ভারতীয় বোলারারা ৷ এমনকী ভারতের বিরুদ্ধে সর্বনিন্ম স্কোরের ক্ষেত্রেও এদিন তৈরি হল নতুন রেকর্ড ৷ সিরাজ-বুমরা-মুকেশদের দাপটে ভারতের বিরুদ্ধে লজ্জার ইনিংস 'উপহার' দেন প্রোটিয়া ব্যাটাররা ৷ এর আগে 2015 সালে নাগপুর টেস্টে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর ছিল 79 ৷ 9 বছর পর ঘরের মাঠে লজ্জার রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা ৷

আরও পড়ুন:

  1. ইতিহাসে সিরাজ, হাফডজন শিকারে প্রোটিয়াদের লজ্জা বাড়ালেন তারকা পেসার
  2. '50 ওভারের ক্রিকেটে ব্যাটিং সম্পর্কে কোনও ধারণা নেই সূর্যের', মত নাসেরের
  3. কেপটাউনে প্রোটিয়াদের সামনে লিটমাস 'টেস্ট' ভারতের

ABOUT THE AUTHOR

...view details