পশ্চিমবঙ্গ

west bengal

ফাইনাল উন্মাদনায় সামিল সিএবি! জেলা সংস্থাগুলিকে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর নির্দেশ

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 8:47 PM IST

Special Screening of ICC World Cup Final: বিভিন্ন জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনগুলিকে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর নির্দেশ দিলেন সিএবি কর্তারা ৷ তার জন্য অর্থ সাহায্যও করা হয়েছে ৷ সেই নির্দেশ মেনেই বিভিন্ন জেলায় এখন সাজো সাজো রব ৷

special screening of the Final
জেলা সংস্থাগুলিকে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর নির্দেশ

কলকাতা, 18 নভেম্বর: সংস্থার পদাধিকারীরাও বোর্ডের আমন্ত্রণে আমেদাবাদে ফাইনাল দেখতে যাচ্ছেন। তার আগে বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা ছড়িয়ে দিতে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনগুলিকে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করার নির্দেশ এবং রাজ্যের ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি। বিশ্বকাপ ফাইনালের আর চব্বিশ ঘণ্টা বাকি। মুখোমুখি দু'বারের চ্যাম্পিয়ন ভারত এবং পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ।

আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে 1 লক্ষ 30 হাজার দর্শকের সামনে দুই দল খেলতে নামবে। বিশ্বকাপ ফাইনাল ঘিরে উন্মাদনা তুঙ্গে। যার রেশ দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ক্লাব, পাড়ায় জায়ান্ট স্ক্রিন লাগিয়ে খেলা দেখানোর ব্যবস্থা হয়েছে। জেলা সংস্থাগুলোকে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর নির্দেশ দিল সিএবি ।

এই আয়োজনের জন্য 35 হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলার ক্রিকেট সংস্থা । শুক্রবার জেলা সংস্থাগুলির একটিী সভায় গিয়েছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়। সেখানেই কোচবিহার, বীরভূম, জলপাইগুড়ি, মুর্শিদাবাদের কর্তারা জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর ব্যাপারে অর্থ সাহায্য দেওয়ার অনুরোধ করেন। জেলা সংস্থার কর্তাদের অনুরোধ মেনে খরচ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড ৷ সেইমত কত খরচ হতে পারে তার বাজেট দিতে অনুরোধ করা হয়েছিল। উপস্থিত কর্তারা তৎক্ষণাৎ বাজেট দিলে সিএবি-ও পদক্ষেপ নিতে দেরি করেনি ।

সেইমত কাজ শুরু হয়েছে জেলায় জেলায়। কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সচিব সুব্রত দত্ত জানিয়েছেন, কোচবিহার স্টেডিয়াম রাজবাড়ি কমপ্লেক্সে খেলা দেখানোর ব্যবস্থা হচ্ছে। 60 হাজার লোকের খেলা দেখার ব্যবস্থা থাকছে । আইপিএল-এও ফ্যান জোন হয়েছিল। সেই সময় দু'টো ম্যাচ দেখতে মোট 60 হাজার দর্শক উপস্থিত হয়েছিল। খলা যাঁরা দেখতে আসবেন তাঁরা পয়সা খরচ করে খাওয়ার কেনারও সুবিধা পাবেন। সেইমত স্টলও দেওয়া হচ্ছে ।

মুর্শিদাবাদ জেলা সংস্থার পক্ষ থেকে বহরমপুর স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে । জেলা সংস্থার অনুমোদিত ক্লাবগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে । পর্যাপ্ত ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানিয়েছেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সচিব বিশ্বজিৎ ভাদুড়ী । শুধুমাত্র জায়ান্ট স্ক্রিন নয় যাঁরা আসবেন তাঁরা যাতে স্টেডিয়ামে বসে খেলা দেখার কিছুটা স্বাদ পান সেজন্য তেরঙ্গায় মুড়ে ফেলা হচ্ছে গোটা স্টেডিয়াম । পাশাপাশি থাকছে ক্রিকেটারদের কাট-আউটও ।

বীরভূম ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের কর্তা বিদ্যাসাগর শ জানিয়েছেন, সিউড়ি ইনডোর স্টেডিয়ামে খেলা দেখানোর ব্যবস্থা হচ্ছে । ফুটবল-ক্রিকেট দুই বিশ্বকাপেই খেলা দেখানোর ব্যবস্থা করা হয় । এবছর সিএবির সাহায্যে বিষয়টি আরও সুচারুভাবে করা হয়েছে । তিন হাজার দর্শক খেলা দেখার সুযোগ পাবেন ইন্ডোর স্টেডিয়ামের গ্যালারিতে ।

আরও পড়ুন:

  1. বিশ্বকাপ ফাইনালের টিকিট অমিল! নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতাশ ক্রীড়াপ্রেমীদের ভিড়
  2. বিশ্বকাপ ফাইনালের মঞ্চে রাজকীয় আয়োজন, মেজাজে আমেদাবাদ

ABOUT THE AUTHOR

...view details