পশ্চিমবঙ্গ

west bengal

'কণ্ঠ'-র সং লঞ্চ অনুষ্ঠানে উপচে পড়ল ভিড়

By

Published : May 7, 2019, 3:13 PM IST

'কণ্ঠ' অনুপ্রেরণা দেবে ক্যানসার আক্রান্তদের। আর সেই ভাবনা থেকেই তৈরি শিবপ্রসাদ-নন্দিতা তৈরি করেছেন এই ছবি।

পোস্টার

কলকাতা : বিকেলের পার্ক স্ট্রিট। শহরের হিপহপ জায়গা। তারুণ্যে ভরপুর। ঠিক যেন এক চিলতে আধুনিক কলকাতা। সেই পার্ক স্ট্রিটেরই একটি বিখ্যাত কনফেকশনারিতে হয়ে গেল 'কণ্ঠ' ছবির সং লঞ্চ। সেলিব্রিটি স্টার কাস্টে ঠাসা 'কণ্ঠ'-র অনুষ্ঠান চলছে রমরমিয়ে। সেই সঙ্গে উপস্থিত অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং প্রশমিতা পালও। আর কাচে ঢাকা কনফেকশনারির বাইরে তখন থিকথিকে ভিড়। প্রিয় তারকাদের দেখতে।

'কন্ঠ' ছবিতে অভিনয় করেছেন বাংলার বিখ্যাত অভিনেত্রী পাওলি দাম, জয়া আহসান, পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই। 'হামি'-র পর আবার অভিনয়ে দেখা যাবে তাঁকে। ছবিতে রোডিয়ো জকির চরিত্রে আছেন শিবপ্রসাদ। ক্যানসার হওয়ায় সাউন্ড বক্স বাদ দেওয়া ও ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের কথা বলবে এই ছবি।

নন্দিতা রায় ও শিবপ্রসাদ পরিচালিত ছবি যে এই সপ্তাহের সবচেয়ে প্রত্যাশিত ছবি, তা আর বলার অপেক্ষা রাখে না।

ছবিটি মুক্তির আগেই এতটা জনপ্রিয় যে মালায়ালামেও এর রিমেক তৈরি হবে।

ABOUT THE AUTHOR

...view details