পশ্চিমবঙ্গ

west bengal

কেমন ছিল 'গোত্র'তে মানালি-নাইজেলের প্রথম দিনের শুটিং?

By

Published : Jul 3, 2019, 4:33 PM IST

অগাস্ট মাসের জন্মাষ্টমীর দিন মুক্তি পাবে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় নতুন ছবি 'গোত্র'। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মানালি দে এবং নাইজেল আকারা। কেমন ছিল মানালি-নাইজেলের প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা? শুনুন তাঁদের মুখেই।

গোত্র

কলকাতা : নন্দিতা-শিবুর পরিচালিত 'প্রাক্তন' ছবিতে দুষ্টুমিষ্টি নববধূর চরিত্রে অভিনয় করেছিলেন মানালি। বিপরীতে ছিলেন বিশ্বনাথ। তারপর 'গোত্র' ছবিতে কাজ করতে গিয়ে প্রথম দিনেই বুক দুরু দুরু করেছিল মানালির।

প্রথম দিনের শুটিং প্যাকআপ হওয়ার পর মানালি বললেন, "বড় একটা বাড়িতে আমরা শুটিং করছি। এর আগে যত ওয়ার্কশপ হয়েছে, এই বাড়িতেই হয়েছে। ভালোই লাগছে। মজা হচ্ছে। নিজেদেরই বাড়ি মনে হচ্ছে।"

অন্যদিকে নন্দিতা-শিবুর 'মুক্তধারা' ছবিতে নাইজেল অভিনয় করেছেন এবং সেটাই ছিল তাঁর জীবনের প্রথম ছবি। 'গোত্র'-তেও তারেক আলির চরিত্র বেশ উপভোগ করছেন নাইজেল। নন্দিতাকে প্রণাম করে শুরু করলেন শুটিং। বললেন, "মুক্তধারার পর এটা আমার জীবনের সবচেয়ে বড় কাজ। আমি একজন এম্পটি ভেসেল। শিবুদা-নন্দিতাদি ভেসেলের মধ্যে যা দেবেন, আমি সেটাই নেব।"

দেখুন ভিডিয়ো :

ABOUT THE AUTHOR

...view details