পশ্চিমবঙ্গ

west bengal

Bear Grylls Ranveer Singh Collaboration : খেলার মাঠের পর এবার কি বেয়ারের সঙ্গে জলে জঙ্গলে রণবীর ?

By

Published : Feb 22, 2022, 11:35 AM IST

এবার কি বেয়ার গ্রিলসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন পর্দার কপিল দেব রণবীর সিং ? বেয়ারের টুইট ঘিরে শুরু জল্পনা (Bear Grylls tweets to congratulate Ranveer Singh) ৷

Bear Grylls and Ranveer Singh collaboration
এবার কি বেয়ার গ্রিলসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন পর্দার কপিল দেব রণবীর সিং

মুম্বই, 22 ফেব্রুয়ারি :পর্দায় বিশ্বকাপ জয়ের পর '83' ছবির জন্য় দাদাসাহেব ফালকে পুরস্কার জিতে এই মুহূর্তে জনপ্রিয়তার তু্ঙ্গে রয়েছেন বলি সুপারস্টার রণবীর সিং ৷ লর্ডসের ময়দানে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের অমর কাহিনিতে কপিল দেবের চরিত্র, যে কোনও অভিনেতার কাছেই তা চাঁদ হাতে পাওয়ার চেয়ে কম কিছু নয় ৷ তবে বড় সুযোগ এনে দেয় বড় দায়িত্ব আর সেই দায়িত্ব যে সুন্দরভাবে পালন করেছেন এই অভিনেতা তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ কিন্তু এবার কি জল-জঙ্গলে প্রাণ বাঁচানোর তাড়নায় লড়তে দেখা যাবে তাঁকে? সকলের এমন জল্পনার কারণ হয়ে দাঁড়িয়েছে 'টিভি প্রেসেন্টর' তথা 'আল্টিমেট সারভাইবার' হিসাবে বেয়ার গ্রিলসের একটি টুইট ৷ সেরা অভিনেতা হিসাবে দাদা সাহেব ফালকে পুরস্কার জয়ের জন্য় রণবীরকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন বেয়ার (Bear Grylls congratulates Ranveer Singh) ৷

তিনি লিখেছেন, 'অনেক শুভেচ্ছা, রণবীর ভাই আপনি সত্য়িই এই সম্মানের যোগ্য় ৷' অন্য়দিকে ভালবাসা জানিয়েছেন রণবীরও ৷ তিনি লিখেছেন 'ভালবাসা বেয়ার' ৷ আর টুইটারে তাঁদের এই কথপোকথনের পরেই জল্পনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্য়ে ৷ তাঁদের একজন প্রশ্ন, 'আপনারা কি তাহলে পর্দায় জুটি বাঁধতে চলেছেন নাকি ?' কেউ আবার বলছেন 'এবার কি তাহলে ম্যান ভার্সেস ওয়াইল্ড ?'

আরও পড়ুন:কপিলের বিশ্বকাপজয় রণবীরকে এনে দিল দাদা সাহেব ফালকে পুরস্কার, জিতলেন কৃতিও

এসব প্রশ্নের উত্তর যদিও এখনও অজানা ৷ তবে এই মুহূর্তে নেট ফ্লিক্সে 'ইন টু দ্য ওয়াইল্ড' বলে একটি শো হোস্ট করেন বেয়ার গ্রিলস ৷ এর আগেই এই শোয়ের জন্য় ভিকি কৌশল এবং অজয় দেবগণের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি ৷ জল্পনা এও রয়েছে যে রণবীর এবং বেয়ারও ওটিটি মঞ্চের জন্য় এমনই একটি অ্য়াডভেঞ্চার শোয়ে জুটি বাঁধতে পারেন ৷

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details